ভারতের সোনার মেয়ে দীপা কর্মকারের ডোপিং কাণ্ডে নয়া মোড়। আন্তর্জাতিক জিমন্যাস্টিক
ফেডারেশনের ওয়েবসাইটে দেখা গেল এক অবাক করা কাণ্ড। ভারতীয় জিমন্যাস্টিক্সের সোনার মেয়ে
দীপা কর্মকারের প্রায় সমস্ত তথ্যই রাতারাতি উধাও।
কিছুদিন আগেও বিশ্ব এফআইজি’র ওয়েবসাইটে নির্বাসিত খেলোয়াড়দের তালিকায় ভারতের
মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকারের নাম দেখা যাচ্ছিল। হঠাৎ করে সেই তালিকা থেকে উধাও
হয়ে গেল রিও ওলিম্পিকে সারা জাগানো এই ভারতীয় জিমন্যাস্টের নাম। এমনকি সক্রিয় জিমন্যাস্টদের
তালিকাতেই নেই দীপার নাম। দীপার নির্বাসনের খবর প্রকাশ্যে আসতেই দীপার দ্রোনাচার্য
কোচ বিশ্বেশ্বর নন্দী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে দীপা অবসর নিয়েছে। কিন্তু অবাক
করা কাণ্ড! এফআইজির তালিকায় থাকা ভারতীয় মহিলা অবসরপ্রাপ্ত জিমন্যাস্টদের তালিকাতেও
নেই দীপার নাম। সেখানে রয়েছে শুধু প্রাক্তন জাতীয় মহিলা জিমন্যাস্ট বাংলার মেয়ে টুমপা
দেবনাথের নাম।
দীপাকে যে নির্বাসিত করা হয়েছে এফআইজির ওয়েবসাইতে তা প্রকাশ হতেই সরগরম
হয়ে উঠেছিল গোটা দেশ। আর তখন থেকেই আশ্চর্যজনকভাবে ভারতীয় জিমন্যাস্টিক সংস্থা, ত্রিপুরা
জিমন্যাস্টিক সংস্থার কর্তারা নিসচুপ। কেউ বলেছেন শুনেছি দীপাকে নির্বাসিত করা হয়েছে,
কেউ বা বলেছেন আমরা কিছু জানি না। আর যাকে নিয়ে এত ঝড় সেই দীপা কর্মকার পাথরের মত নিসচুপ।
আরও পড়ুনঃ Russia-Ukraine Conflict: আসন্ন প্যারালিম্পিকে রাশিয়া ও বেলারুশিয়ার অ্যাথলিটদের উপর নিষেধাজ্ঞা জারি করল আইপিসি
আরও পড়ুনঃ Dipa Karmakar: ডোপিং করতেন দীপা! শাস্তির খাঁড়া নামল প্রদুনোভা কুইনের কেরিয়ারে
খবরে প্রকাশ ভারতীয় জিমন্যাস্টিক সংস্থার সঙ্গে যুক্ত এবং এফআইজি কর্তাদের
ঘনিস্ট এক ভারতীয় জিমন্যাস্টিক জাজ, যার সঙ্গে আবার বিশ্বেশ্বর-দীপার ঘনিস্ট সম্পর্ক।
তিনি উদ্যোগ নিয়েছেন এফআইজি কর্তাদের মাধ্যমে দীপার বিষয়টা ধামাচাপা দেওয়ার। এর জন্য
অবশ্য অল্প বিস্তর সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে নানা
রাস্তা খোলা রাখছেন দিল্লির ঐ জাজ।
তবে দিল্লি সুত্রে খবর, জাতীয় জিমন্যাস্টিক সংস্থার বিরোধী পক্ষ গোটা বিষয়টির
ওপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে। এই বিষয়ে তাঁরা বলেন যে, এই মুহূর্তে তাঁরা ঘটনার অপর
নজর রাখছেন। শীগ্রই এই ঘটনার সমাধান না হলে তাঁরা বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে তুলে
ধরার পরিকল্পনা করেছেন। একই সঙ্গে এফআইজির কাছেও গোটা ঘটনার সত্যটাকে তুলে জন্যও চিঠি
দিতে প্রস্তুর তাঁরা। সেই কর্তা এও দাবী করেন যে, দীপার কোচ বিশ্বেশ্বর নন্দি কোচিং
করানোর পরিবর্তে ভারতীয় জিমন্যাস্টিক্সের রাজনীতি করায় বেশি নজর দিচ্ছেন।
তবে এই ডোপিং কাণ্ড নিয়ে এখনও মুখে কুলুপ পেতে রখেছেন দীপা। ঘটনাটা সত্য
না মিথ্যা তা একমাত্র বলতে ভারতের সোনার মেয়েই। তাঁর এই চুপ করে থাকার কারণে তাঁকে
ঘিরে তৈরি হচ্ছে হাজার রহস্য। বিশ্বেশ্বর নন্দি অবশ্য বলেছেন দীপার আইনজীবীরা বিষয়টি
দেখছেন।
dfxFmc
Aug 13, 2023 10:42 [IST]endulky
Jun 24, 2023 15:10 [IST]Gyncthync
May 24, 2023 21:47 [IST]