ধাক্কা খেল
ক্রীড়াক্ষেত্রে ডোপিং-এর বিরুদ্ধে ভারতের অভিযান। ডোপিং টেস্ট উত্তীর্ণ হতে
পারলেন না টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নেওয়া ভারতের দুই
প্রতিযোগী। এই দুই অলিম্পিয়ানের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা।
ইন্ডিয়ান এক্সপ্রেসে
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই দুই অ্যাথেলিট নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড
ব্যবহার করেছেন। ডোপিংয়ের দায়ে অভিযুক্ত দুই অলিম্পিয়ানকে চার বছরের জন্য নিষিদ্ধ
করা হয়েছে। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন এই বিষয়ে পুরোপুরি মুখ বন্ধ রাখলেও
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এই
দুই টপ অ্যাথেলিটকে জাতীয় শিবির থেকে বাদ দেওয়া হয়েছে। নাম প্রকাশে নিষেধাজ্ঞার
শর্তে এক জাতীয় প্রশিক্ষক বলেছেন, “ট্র্যাক অ্যান্ড ফিল্ডের
দুই অ্যাথেলিট পজিটিভ ধরা পড়েছে এবং এর ফলে এখন তাঁরা আর জাতীয় শিবিরে নেই।”
আরও পড়ুন: East Bengal: দল গঠনের কাজে বেশ সক্রিয় রয়েছে ইস্টবেঙ্গল, দুই স্ট্রাইকার ও এক মিডফিল্ডারকে দলে নিতে আসরে নামল কর্তারা
আরও পড়ুন: Diamond Habour Club: অভিষেকের ক্লাবের দায়িত্ব নিতে পারেন বাগানের আইলিগ জয়ী এই কোচ
বিশ্ব অ্যান্টি ডোপিং
এজেন্সি (ওয়াডা)-র প্রকাশিত ২০২১-এর তালিকায় ডোপিং-এর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে
ভারত। বিভিন্ন ফিল্ড মিলিয়ে ১৫২টি ডোপিং-এর ঘটনা রয়েছে ভারতে। শীর্ষে থাকা দুই
দেশের থেকে কয়েক সুতোর ব্যবধানে পিছিয়ে ভারত। ১৬৭টি ডোপিং-এর ঘটনা নিয়ে শীর্ষ
স্থানে রয়েছে রাশিয়া এবং ১৫৭টি ঘটনা নিয়ে ঠিক পিছনে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে
ইতালি।
এই ডোপিং-এর দায়ে যেই
মহিলা অ্যাথেলিট অভিযুক্ত হয়েছেন তাঁর এই বছর কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পদক
জয়ের সম্ভবনা ছিল। বিশ্ব অ্যাথেলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালসে যোগ্যতা অর্জনকরার
অন্যতম দাবিদার ছিলেন তিনি। নজরকাড়া উথ্থান
এবং পদক জয়ের সম্ভবনা দেখে তাঁর জন্য দেশের অ্যাথেলেটিক্সের সর্বোচ্চ সংস্থা একজন
বিদেশি প্রশিক্ষকের জন্যও অনুসন্ধান করছিল।
bxtzViP
Jul 18, 2023 21:32 [IST]endulky
Jun 11, 2023 16:22 [IST]igniguaps
May 04, 2023 21:59 [IST]