আর মাত্র কয়েক দিন পরেই ফাইনালিসিমায় মুখোমুখি হবে কোপা
আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো কাপ জয়ী ইতালি। ইউরোপ এবং লাতিন আমিরিকার
শ্রেষ্ঠত্বের এই লড়াইটি হবে আগামী ১ জুন। আর এই ম্যাচকে সামনে রেখে ৩৫ সদস্যের দল
ঘোষণা করল আর্জেন্টিনা। এই ৩৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ইতালিয়ান নাগরিকত্ব থাকা
ফুটবলার মার্কোস সেনসির। তাঁকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইতালিও।
সেনসিকে আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান সেন্টারব্যাক বলা
হচ্ছে। তবে আর্জেন্টিনা এবং ইতালি, দুই দেশের নাগরিকত্ব
থাকায় এই ফুটবলারকে দুই দলই নিতে চাইছে। তবে আর্জেন্টিনার হয়েই সেনসির খেলার
সম্ভাবনা বেশি। কারণ আর্জেন্টিনার হয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন তিনি। পাশাপাশি
দলে ডাক পেয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো ডিবালা, লুকাস
আলারিও। তবে দলের আরও একটি বড় চমক ক্রিস্টিয়ান রোমেরো। দীর্ঘদিন ইনজুরির কারণে
মাঠের বাইরে ছিলেন এই ফুটবলার। এবার প্রাথমিক স্কোয়াডে রয়েছে তাঁর নাম।
এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার ৩৫ সদস্যের ঘোষিত দলঃ
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল),
ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)
রক্ষণভাগ
গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা
(উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস
মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো
(টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র
মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ
(উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)।
আরও পড়ুন: ATK Mohun Bagan: গ্রুপ টপার হয়ে পরবর্তী পর্যায়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় জুয়ানের ছেলেরা
আরও পড়ুন: Santosh Trophy: এক কোটি টাকারও বেশি, সন্তোষ ট্রফি জয়ী দলকে বিশাল উপহার কেরলের মুখ্যমন্ত্রীর
মাঝমাঠ
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো প্যারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ
(বোলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল
প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো
(ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)।
আক্রমণভাগ
লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ
(সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি),
অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো
ডিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বায়ার
লেভারকুসেন), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।