শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের
উদ্যোগে আয়োজিত হতে চলেছে অ্যাপেলো শ্রীভূমি গোল্ড ম্যারাথন ২০২৩। অ্যাপেলোর সঙ্গে
সহযোগীতায় তিলোত্তমার বুকে ২২ জানুয়ারি (রবিবার) আয়োজিত হতে চলেছে এই ম্যারাথান।
তিনটি বিভাগ ২১ কিমি, ১০ কিমি এবং ৩ কিমি (ফান রান)-এ এই দৌড় সমপন্ন
হবে। পাঁচ হাজারেরও বেশি প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন। এই ম্যারাথনে
ট্যাগ লাইন 'চলো দৌড়াই'।
এই প্রতিযোগীতার মোট
পুরস্কার মূল্য রাখা হয়েছে ১০ লক্ষ টাকা। ২১ কিমি এবং ১০ কিমি বিভাগে চ্যাম্পিয়নকে
দেওয়া হবে ১৫ হাজার টাকার চেক। এই দুই বিভাগে দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জন
করা প্রতিযোগীকে দেওয়া হবে যথাক্রমে ১০ হাজার এবং ৭ হাজার টাকার চেক। ৩ কিমির দৌড়
যেটি ফান রান হিসেবে রাখা হয়েছে তার জন্য কোনও পুরস্কার মূল্য নেই। শ্রীভূমি
স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, বাংলাদেশ, নেপাল এবং ভূটানের
প্রতিযোগীতারও এই ম্যারাথনে দৌড়াবেন। ম্যারাথনের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন
পদ্মশ্রী অঞ্জু ববি জর্জ, অলিম্পিয়ান জয়দীপ কর্মাকার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার মতো
নক্ষত্ররা।
আরও পড়ুন: IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় দলের জন্য
আরও পড়ুন: Ranji Trophy: হরিয়ানা'কে দুরমুশ করে কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা
তিনটি বিভাগের দৌড় শুরু হবে
শ্রীভূমি-ভিআইপি বোর্ডের ক্রসিংয়ে সামনে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে
থেকে। সুজিত বসু বলেছেন,
"শ্রীভূমি সারা বছর নানান অনুষ্ঠান আয়োজন করে। তার সঙ্গে এটাও
যুক্ত হল। এ বারই প্রথম আয়োজন হতে চলেছে এই ম্যারাথন এবং প্রতি বছরই তা আয়োজন করা
হবে।"