চলতি মরসুমে এখনও পর্যন্ত প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে
কলকাতা নাইট রাইডার্স। এই রকম পরিস্থিতে আগামী মরসুমে কোচ হিসেবে থাকবেন না
ব্রেন্ডন ম্যাকালাম তা গত বৃহস্পতিবার (১২ মে) জানিয়ে দেন। ৪০ বছরের কিউয়ি তারকা
আইপিএল মরসুম শেষ হলে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে চলেছেন। ফলে এখন থেকেই
কে হবেন আগামী মরসুমের নাইট বাহিনীর হেড স্যার, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে
জল্পনা। তালিকায় রয়েছে একাধিক নাম।
এক নজরে দেখে নেওয়া যাক, আগামী মরসুমে নাইট বাহিনীর হেড স্যার হওয়ার দৌড়ে কে কে রয়েছেনঃ
সাইমন কাটিচঃ জ্যাক কালিসের সহকারী হিসাবে
কোচিং স্টাফ হিসেবে আগেই কলকাতায় ছিলেন অজি তারকা সাইমন কাটিচ। তিনি রয়েছে কোচের
দৌড়ে সব থেকে এগিয়ে। ২০২২ মেগা নিলামের পরেই সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের
পদ থেকে ইস্তফা দেন তিনি। হায়দরাবাদে কোচিং করানোর আগে কাটিচ আরসিবিতেও কোচিং
করিয়েছেন। মাইক হেসনের সঙ্গে কোচিং স্টাফে যুক্ত হয়ে কাটিচ আরসিবিকে ২০২০ এবং
২০২১-এর প্লে-অফে পৌঁছে দিয়েছিলেন। ২০২১ আইপিএল চলাকালীন হঠাৎই কাটিচ আরসিবি থেকে
সরে দাঁড়ান।
এই মুহূর্তে তিনি কোনও দলের সঙ্গে যুক্ত নয়। ফলে কেকেআরে
যুক্ত হতেই পারেন তিনি। সেক্ষেত্রে কেকেআরের সঙ্গে নাইট রাইডার্সের বাকি দুই
ফ্র্যাঞ্চাইজির (সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আমিরশাহি টি২০ লিগে আবুধাবি
ফ্র্যাঞ্চাইজি) দায়িত্বও পেতে পারেন, ম্যাকালামের মত।
ট্রেভর বেইলিসঃ প্রাক্তন কলকাতার কোচ ট্রেভর
বেইলিসের রেকর্ড বেশ ভালই। অজি কোচের জমানাতেই নাইটরা জোড়া খেতাব জিতেছিল।
বর্তমানে বেইলিস বিবিএলে সিডনি থান্ডার্স দলের হেড কোচ। ইংল্যান্ডে হান্ড্রেড
টুর্নামেন্টে লন্ডন স্পিরিট দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। বিবিএল এবং চ্যাম্পিয়ন্স
লিগ টি২০ জিতেছেন সিডনি থান্ডার্স দলের হয়ে। ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপে
চ্যাম্পিয়নও করেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদে অল্প সময়ের জন্য কোচিং করিয়ে
কমলা জার্সিধারীদের তৃতীয় করেছেন। ফলে কেকেআর নিজেদের পুরোনো বসকে ফিরিয়ে আনতেই
পারে।
আরও পড়ুন: IPL 2022: এক নজরে দেখে নেওয়া যাক, হায়দরাবাদের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ
আরও পড়ুন: IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল বেঙ্গালুরু'র
জাস্টিন ল্যাঙ্গারঃ কেকেআরের কোচ
হওয়ার দৌড়ে রয়েছে জাস্টিন ল্যাঙ্গারও। ব্রেন্ডন ম্যাকালামের যোগ্য পরিবর্ত হতে
পারেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরে ল্যাঙ্গার দীর্ঘমেয়াদি
স্তরে কোচিংয়ের অপশন খুঁজছেন। কেকেআর তাঁর পরবর্তী পদক্ষেপ হতেই পারে। অস্ট্রেলিয়ার
জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরে ল্যাঙ্গার এখনও নতুন কোচিং পর্ব শুরু করেননি। টি২০-র
কোচ হিসেবে ল্যাঙ্গারের প্রোফাইল বেশ ভালই রয়েছে। ৫১ বছরের এই অজি কোচ পার্থ
স্করচার্সের হয়ে তিনবার বিগব্যাশ লিগের খেতাব জিতেছেন। অস্ট্রেলিয়ার সদ্য টি২০
বিশ্বকাপ জয়ের সময়েও দায়িত্বে ছিলেন তিনি।
জ্যাক ক্যালিসঃ প্রাক্তন কেকেআর তারকা জ্যাক
ক্যালিসকে ফের একবার ফিরিয়ে আনা হতে পারে। ২০১৪ পর্যন্ত ক্যালিস চুটিয়ে নাইটদের
জার্সিতে আইপিএল খেলেছেন। তারপরে ব্যাটিং উপদেষ্টার পদে যোগ দেন তিনি। ট্রেভর
বেইলিসের প্রস্থানের পরে ২০১৫-য় হেড কোচ হিসেবে নিযুক্ত হন এই প্রোটিয়া কিংবদন্তি।
তাঁর কোচিংয়ে কেকেআর তিনবার প্লে-অফে পৌঁছেছিল। কিন্তু জিততে পারেনি ট্রফি। গত বছর
ইংল্যান্ডের সাময়িক ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পরে ক্যালিস কোচিংয়ের যেকোনও
প্রস্তাবের জন্য তৈরি বলে জানিয়েছেন। ৪৬ বছরের তারকা যদি নাইট সংসারে প্রত্যাবর্তন
করেন,
তাহলে বেগুনি জার্সিধারীদের পারফরম্যান্সের মান নিঃসন্দেহে বাড়বে।
ডেভিড হাসিঃ কলকাতার হেড কোচ হিসেবে দেখা
যেতে পারে দলের আরও এক প্রাক্তন তারকা ডেভিড হাসিকেও। ক্রিকেটার হিসেবে বেশ কয়েক
মরসুম কাটানোর পরে ডেভিড হাসি নাইটদের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন প্রায় তিন
বছর। ব্যাটিং উপদেষ্টা হিসাবে ২০২০-তে যোগ দিয়েছিলেন তিনি। ম্যাকালামের সহকারী
হিসাবে দলের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই অজি তারকা। ৪৪ বছরের
অস্ট্রেলীয় এর আগে বিবিএলে মেলবোর্ন স্টার্সের হয়ে কোচিং করিয়েছেন। কলকাতার
ক্রিকেটাররাও হাসির নাম ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব করতে পারেন বোলে মত
বিশেষজ্ঞদের।