বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের জন্য ২৬ জানুয়ারির দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে ভারতীয় সংবিধান কার্যকর হয়। এই বছর ভারতীয়রা ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সংবিধান প্রণীত হয়। বাবা সাহেব ভীম রাও আম্বেদকরকে সংবিধান প্রণেতা বলা হয়, কিন্তু বাবা সাহেব ছাড়াও দেশের সংবিধান তৈরিতে ২১০ জনের হাত ছিল। অনেক কিছুই ভারতের সংবিধানকে বিশেষ করে তোলে। সংবিধান গৃহীত হয়েছিল ডিসেম্বরেই, কিন্তু ২৬শে জানুয়ারি তা বাস্তবায়ন করে এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়, এর পেছনে একটি বিশেষ কারণ ছিল।
ভারতীয় সংবিধান হাতে তৈরি কাগজে হাতে লেখা হয়েছে, কিন্তু এত বছর ধরে এই কাগজগুলি সংরক্ষণ করা একটি বড় ব্যাপার। ভারতের সংবিধানের সাথে সম্পর্কিত আরও অনেক বিষয় রয়েছে যা প্রত্যেক ভারতীয়র জানা উচিত।
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সকাল ১১টায় গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। গণপরিষদ ১৫ জন মহিলা সহ মোট ২১০ জন সদস্য নিয়ে গঠিত। তার দুদিন পর অর্থাৎ ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর গণপরিষদের সভায় ডঃ রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। ১৯৪৬ সালের ১৩ ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু বিধানসভায় সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব পেশ করেন, যা ১৯৪৭ সালের ২২ জানুয়ারি পাস হয়েছিল।
গণপরিষদ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হলেও ২৬ জানুয়ারিতে এটি বাস্তবায়িত হয়। এর কারণ ছিল এই দিনে ১৯৩০ সালে , ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতকে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করেছিল। ২০ বছর পর একই দিনে সংবিধান কার্যকর হয়।
হাতে তৈরি কাগজে হাতে লেখা ভারতীয় সংবিধানের মূল কপিটি সংসদ ভবনের লাইব্রেরির নাইট্রোজেন গ্যাস চেম্বারে রাখা আছে। যাতে সংবিধানের মূল কপি সংরক্ষণ করা যায়।
ভারতের প্রথম রাষ্ট্রপতি, ডঃ রাজেন্দ্র প্রসাদ ২১ বার বন্দুকের স্যালুটের পর ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে ভারতীয় প্রজাতন্ত্রের জন্মের ঐতিহাসিক ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ৮৯৪ দিন পর ভারত একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে।
Pealock
Feb 05, 2023 12:08 [IST]Pealock
Feb 03, 2023 13:42 [IST]Pealock
Jan 27, 2023 08:14 [IST]Pealock
Jan 25, 2023 19:12 [IST]