নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্ম দিবসের পুণ্য তিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্মোচন করলেন নেতাজি স্মৃতি সৌধের মডেলের। মোদি সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে আসছে, এ দিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। এই দিন আন্দামান এবং নিকোবরের ২১টি দ্বীপের নামকরণ করেন প্রধানমন্ত্রী।
এই ২১টি দ্বীপের নামকরণ করা হয় পরমবীর চক্র প্রাপকদের নামানুসারে। নেতাজি স্মৃতি সৌধে একটি সংগ্রহশালা বা যাদুঘর ছাড়াও থাকবে একটি রোপওয়ে। ঐতিহাসিক ভবনগুলিতে গাইডেড হেরিটেজ ট্রেইল, একটি রেস্ট্রো লাউঞ্জ ছাড়া থাকবে একটি থিম নির্ভর পার্ক। এই ২১টি দ্বীপের মধ্যে যে সর্ব বৃহৎ তার নামকরণ করা হয়েছে মেজর সোমনাথ শর্মার নামে। ২১ জন পরমবীর চক্রপ্রাপকদের নামে এই দ্বীপগুলির নামকরণ প্রসঙ্গে পিএমও বা প্রধান মন্ত্রীর কার্যলয় থেকে বলা হয়েছে, "বীরদের প্রতি চিরন্তন শ্রদ্ধাঞ্জলি জানাতেই আমাদের এই পদক্ষেপ, যাঁদের মধ্যে বহু জন দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছেন।"
যে ২১ জন বীরের নামে এই ২১টি দ্বীপের নামকরণ করা হয়েছে তাঁরা হলেন, মেজর সোমনাথ শর্মা, ল্যান্সনায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল রামা রাঘোবা রানে, নায়ক যদুনাথ সিং, হাবিলদার মেজর পিরু সিং, ক্যাপ্টেন জিএস সালারিয়া, মেজর ধন সিং থাপা, সুবেদার যোগিন্দর সিং, মেজর শয়তান সিং, সিকিউএমএইচ আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপুরা, ল্যান্সনায়েক আলবার্ট এক্কা, মেজর হোশিয়ার সিং, সেকেন্ট লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন, মেজর রামস্বামী পরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, রাইফেলম্যান সঞ্জয় কুমার এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।