ভাদ্র মাসের শুক্লপক্ষ
চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। চলতি বছর গণেশ চতুর্থী উদযাপিত হবে ১৮ সেপ্টেম্বর। বর্তমানে শুধু
বাড়িতেই নয় বরং পাড়াতেও এই গণেশ পুজোর বড় করে আয়োজন করা হয়। তবে পুজো
করলেই হল না৷ গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে প্রসন্ন করার জন্য কিছু নিয়মও মেনে
চলা জরুরি৷
গণেশ পুজোর সময় তাঁর কাছে
প্রিয় আটটি জিনিস অবশ্যই নিবেদন করা উচিৎ। এতে গণপতি বাপ্পা প্রসন্ন হন।
গণেশ পূজার সময় ভগবান
গণেশকে কলা, মোদক, আখ, দূর্বা ঘাস, শমী
পাতা, সিঁদুর, নারকেল এবং ধানের
লাউ নিবেদন করতে হবে। এই জিনিসগুলি নিবেদন করলেই ভগবান গণেশ খুশি হন এবং তাঁর
আশীর্বাদ সর্বদা ভক্তদের সঙ্গে থাকে।
ভগবান গণেশের আশীর্বাদ লাভ
করতে হলে এই জিনিসগুলি পুজোর দিন নিবেদন তো করবেনই পাশাপাশি এই জিনিসগুলি নিবেদন
করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও ভক্তদের উপর থাকে। এছাড়াও,কর্মজীবনে সাফল্য আসে। জীবনের বাধা, প্রতিবন্ধকতা ও দুশ্চিন্তা দূর হয়। ধন সম্পদ বৃদ্ধি হয়।