হিন্দু ধর্মে কোনও শুভ কাজ করার আগে গণেশের পুজো
করা হয়। কাল ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। আপনি যদি আপনার বাড়িতে গণেশ স্থাপন করেন, তবে কিছু
জিনিসের বিষয়ে যত্নবান হন। গণেশ চতুর্থীতে পাঁচটি জিনিস কোনওভাবেই ভুলে যাওয়া উচিৎ নয়।
রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না
যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয়, তবে আপনার বিশেষভাবে মাথায় রাখতে হবে যে ওই দিন গণেশের ভোগ তৈরি করার সময়
রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা এড়ানো উচিত।
গণেশকে তুলসী নিবেদন করবেন না
পুজোয় তুলসী ব্যবহার করা নিষিদ্ধ। গণেশ পুজোয় তুলসী ব্যবহার করলে শুভ
ফল পাওয়া যায় না। কথিত আছে, তুলসী ভগবান গণেশকে
বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যা গণেশজি মেনে নেননি। পরবর্তীকালে তুলসী তাঁকে অভিশাপ
দেন। এতে ক্রুদ্ধ হয়ে ভগবান গণেশও তুলসীকে অভিশাপ দেন যে তাঁর সঙ্গে এক অসুরের
বিয়ে হবে।
গণেশের একটি নতুন মূর্তি স্থাপন করুন
আপনি যদি এই বছর আপনার বাড়িতে গণেশজি প্রতিষ্ঠা করতে চান তবে একটি
নতুন মূর্তি কিনে আনুন। আপনার যদি পুরনো মূর্তি থাকে তবে তা বিসর্জন দিন। এছাড়াও
মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিৎ নয়।
অন্ধকারে প্রতিমা দর্শন করবেন না
ভগবান গণেশের মূর্তির কাছে অন্ধকার থাকলে তাকে দেখতে যাবেন না। ঘরের
বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখুন।
পুজোর সময় কালো-নীল কাপড় পরবেন না
কোনও দেব-দেবীর পুজোয় কালো এবং নীল পোশাক পরা উচিৎ নয়। শনিদেবের
পুজোয় কালো রঙের কাপড় ব্যবহার করতে পারেন। তাই মনে রাখবেন গণেশের পুজোতেও কালো
এবং নীল রঙের পোশাক পরবেন না।