সোমবার এক সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু
সিলেবাস কমিটির কাছে প্রস্তাব রেখেছিলেন নেতাজি
সুভাষচন্দ্র বসুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস বইয়ে নথিভূক্ত করা
হোক। ১৯৪৩ সালের ২১ অক্টোবর তিনি স্বাধীন সরকার গঠন করেছিলেন। শপথ নিয়েছিলেন
প্রধানমন্ত্রী হিসাবে। ব্রাত্য বসুর এই প্রস্তাবের পর থেকেই উঠতে শুরু হয় তর্ক-বিতর্ক।
গোটা বিষয়টি খতিয়ে দেখছে সিলেবাস কমিটি।
যদি ব্রাত্য বসুর প্রস্তাব গৃহীত হয় তাহলে যে বাঙালির শ্রেষ্ঠতম দেশনায়কের
সঙ্গে সঙ্গে আরও অনেক বেশি মর্যাদা পাবেন সুভাষ তা বলার অপেক্ষা রাখে না। রবিবার
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে ব্রাত্যকে অনুরোধ করেন নেতাজির
প্রধানমন্ত্রিত্বের সেই সব দিন সম্পূর্ণভাবে স্কুলপাঠ্যে আনার জন্য।
১৯৪৩ সালের ২১ অক্টোবর স্বাধীন সরকার ঘোষণা করেন
নেতাজি। সেই সরকারে নিজেকে প্রধানমন্ত্রী,
যুদ্ধ ও বিদেশ দফতর সহ একাধিক কাজের দায়িত্বভার নিজের কাঁধে তুলে
নেন সুভাষ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নেতাজী নতুন নামকরণ করেন শহিদ ও স্বরাজ
দ্বীপ। জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামানের দায়িত্বভার তুলে দেন বীর
ভারতসন্তানের হাতে। চিন, মানচুকু, ইতালি,
জার্মানি, ফিলিপিন্স, শ্যাম
ও বর্মা (মায়ানমার) সহ একাধিক দেশ এই সরকারকে স্বীকৃতিও দেয়। মণিপুর পর্যন্ত যায়
তাঁর আজাদ হিন্দ সেনা। সেখানে উত্তোলিত হয় ভারতের জাতীয় পতাকা। জাতীয় ব্যাঙ্কও
স্থাপন করেছিলেন তাঁরা।
সোমবার সাংবাদিক বৈঠক করে ব্রাত্য
বলেছিলেনন, ‘‘দেশে
ফের একজন বাঙালি প্রধানমন্ত্রিত্বের দাবিদার। এই আবহে ঔপনিবেশিক ভারতের বাঙালি
প্রধানমন্ত্রী নেতাজির চর্চা খুবই যথার্থ। সিলেবাস কমিটিকে বিষয়টি বিবেচনা করতে
বলব। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। আমাদের
মুখ্যমন্ত্রী প্রতিবাদ করার পর নামকাওয়াস্তে দিল্লিতে একটি মূর্তি বসানো হচ্ছে।
রবীন্দ্রনাথ বলেছিলেন শুধু মূর্তি বসালেই হবে না, সেই
মানুষটিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। নেতাজিকে শ্রদ্ধা ও সম্মান জানানোর কোনও
বিন্দুমাত্র লক্ষণ কেন্দ্রীয় সরকারের নেই। কেন্দ্রীয় সরকার সিলেবাসে নেতাজি
নিয়ে বিস্তারিত চর্চা করছে না। কারণ নেতাজি নিয়ে তাদের কোনও আবেগ নেই। তাইহোকু
বিমান বন্দরে কী হয়েছিল তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দেশ থেকে বেরিয়ে
গিয়ে নেতাজি যা করেছিলেন, অহিংস এবং সহিংস আন্দোলনের
মেলবন্ধনে তিনি যা করেছিলেন তা অবশ্যই চর্চার বিষয়। স্বাধীন ভারতে প্রধানমন্ত্রিত্বের
মূল দাবিদার ছিলেন নেতাজি। কিন্তু তিনি তা পারেননি। এখন আবার একজন বাঙালির
প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কোনও
প্রাদেশিক বা আঞ্চলিকতায় সীমাবদ্ধ না থেকেও সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ পদে থাকা
একজন বাঙালির চর্চা হোক আমি সিলেবাস কমিটিকে বলব চেতনাকে গুরুত্ব দিয়ে বিষয়টি
বিবেচনা করা হোক।’’
Bloohopsy
Jun 07, 2023 03:10 [IST]Bloohopsy
May 26, 2023 01:58 [IST]Pienuilia
May 17, 2023 01:50 [IST]Pienuilia
May 16, 2023 17:21 [IST]igniguaps
May 16, 2023 17:12 [IST]evituisse
Apr 23, 2023 01:57 [IST]Soigiougs
Feb 23, 2023 09:33 [IST]Pealock
Feb 07, 2023 14:36 [IST]Pealock
Feb 06, 2023 22:52 [IST]