পরাধীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ রত্ন
সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস পালিত হয়েছে সারা দেশে। ভারতকে পরাধীনতার শৃঙ্খল
থেকে মুক্ত করার নেপথ্যে প্রধান এবং অদ্বিতীয় অবদান রাখা এই মানুষটি নিজের সমগ্র
জীবনে বহু কথা বলেছেন যা শুধু সেই সময়ের জন্যই নয়, আজও একই রকম ভাবে প্রযোজ্য। নেতাজি শুধু একজন মানুষ নন, তিনি এক দর্শন। যাঁর আদর্শে ভারতের যুব সমাজ এবং সাধারণ
মানুষকে যুগের পর যুগ পথ দেখিয়ে এসেছে, উজ্জীবিত করেছে। সেই
মহান দেশনায়কের জন্ম তিথির পূণ্য লগ্নে জেনে নিন তাঁর বলা অসংখ্য উক্তির মধ্যে
অন্যতম সেরা ১০টি।
১. 'তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা
দেব'
২. 'একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে এক জনের প্রাণ
যেতে পারে, কিন্ত সেই আদর্শ হাজার হাজার মানুষের চেতনার মধ্যে স্থায়ী
ভাবে রোপন হবে।'
৩. 'স্বাধীনতা কেউ দেয় না,
তা ছিনিয়ে নিতে হয়'
আরও পড়ুন: Subhash Chandra Bose Jayanti 2023: সরকারী নথিকেই মান্যতা, তাইওয়ান থেকে সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম আনতে দেশবাসীর সাহায্য চান নেতাজির কন্যা
আরও পড়ুন: Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সংবিধান সম্পর্কে পাঁচটি বিশেষ বিষয় জেনে নিন
৪. 'স্বাধীন ভারতের স্বপ্নে কখনও আস্থা হারিও না।
এই বিশ্বে কোনও শক্তি নেই যা ভারতকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখে,
ভারত দ্রুতই স্বাধীন
হবে'
৫. ''রক্ত দিয়ে স্বাধীনতার জন্য লড়াই করাটা
আমাদের কর্তব্য।
৬. 'ইতিহাসে কোনও পরিবর্তন আজ পর্যন্ত আলোচনার
মধ্যে সাফল্য অর্জন করতে পারেনি।'
৭. 'দৃঢ়প্রতিজ্ঞ জাতীয়তাবোধ,
সঠিক বিচার এবং
ন্যায়ের আদর্শেই ইন্ডিয়ান আর্মি অব লিবারেশন-কে তৈরি করতে হবে।'
৮. আমাদের জীবনকে এমন
একটি তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে যেখানে অনেকে বেশি সত্য রয়েছে।
কিন্তু এর মানে কখনওই এটা নয় যে চূড়ান্ত সত্য সম্পর্কে ধারনা নেই বলে চুপ করে বসে
থাকবে।'
৯ .'ভারত ডাকছে। রক্ত আহ্বান করছে। উঠে দাঁড়াও,
হাতে অস্ত্র তুলে নাও।
দিল্লি যাওয়ার রাস্তাই স্বাধীনতা নিয়ে আসার রাস্তা। দিল্লি চলো।'
১০. 'জীবন মূল্যহীন হয়ে যায় যদি তাতে সংগ্রাম না
থাকে- যদি কোনও ঝুঁকি না নেওয়া হয়।'