আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী
১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে পুরুষদের হকি বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপে
অংশগ্রহণ করা প্রত্যেকটি দলের সূচি এবং ভেন্যু ঘোষণা হয়ে গিয়েছে। এবারের বিশ্বকাপে
মঞ্চ মাতাবেন কারা, জেনে নিন।
হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত থাকবেন রণবীর সিং এবং দিশা পাঠানি। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে
রাখবেন তাঁরা। শুধুমাত্র ভারতীয় তারকারাই নন, বিদেশি
তারকারাও উপস্থিত থাকছেন এই অনুষ্ঠানে। দক্ষিণ কোরিয়ার 'ব্ল্যাক
শোয়ান' কে-পপ ব্যান্ড'ও প্রোগ্রাম করতে
চলেছে এই দিন। স্থানীয় সাংস্কৃতিক নৃত পরিবেশন করা হবে, এছাড়াও
সেখানকার পরিচিত গায়িকা শ্রেয়া লেংকা সমর্থকদের সামনে পারফর্ম করতে চলেছেন।
আরও পড়ুন: Men's Hockey World Cup 2023: ছয় দিন পরেই শুরু বিশ্বযুদ্ধ! দলের অন্দরমহলের খবর ফাঁস করলেন ভারতীয় তারকা
আরও পড়ুন: Men's Hockey World Cup 2023: ভারতে আয়োজিত হকি বিশ্বকাপে নেই পাকিস্তান, কারণ জানেন?
আগামী ১৩ জানুয়ারি বরোবতি স্টেডিয়ামে
হকি বিশ্নকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। কটকে রয়েছে এই স্টেডিয়াম। এই দিন
সন্ধ্যে থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। তবে তার আগে দুপুর ৩-টে থেকে হকি
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হবে। এখানেই শেষ নয়, এই দিন মঞ্চ মাতাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সঙ্গীত
শিল্পী প্রীতম, বেনি দেওল এবং সঙ্গীত শিল্পী নীতি মোহন।
Pealock
Feb 06, 2023 13:20 [IST]