আর কয়েক ঘন্টা অপেক্ষা। আজ অর্থাৎ
শুকবার সন্ধ্যায় হকি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল। এই দিন
স্পেনের বিরুদ্ধে খেলে বিশ্বকাপ যাত্রা শুরু করবেন হরমনপ্রিত সিং'রা। সেই কারণে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন দেশের এই তারকারা।
আরও পড়ুন: Hockey World Cup 2023: নবীনের জেদেই রাউরকেল্লায় বিশ্বকাপ
আরও পড়ুন: Hockey World Cup 2023: হকি বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে রাউরকেল্লায়
এই দিন বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর থেকে শুরু করে বলিউডের তারকারাও ভারতীয় দলকে
শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বচ্চন, শাহরুখ খান, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সর্বভারতীয় ফুটবল সংস্থার
সভাপতি কল্যাণ চৌবে'ও দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে
পরস্পর দুইবার হকি বিশ্বকাপ আয়োজন করছে ভারত। শেষবার ২০১৮ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত
হয়েছিল ভুবনেশ্বরে, যেখানে শিরোপা জিতেছিল বেলজিয়াম, রানার্স-আপ হয়েছিল নেদারল্যান্ডস এবং ব্রোঞ্জ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২৩
সালের আসরে ১৬টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের বিজয়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে
উঠবে এবং প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল ক্রসওভার রাউন্ড খেলবে
এবং বিজয়ী কোয়ার্টার ফাইনালে যাবে।
Soigiougs
Mar 12, 2023 14:13 [IST]Soigiougs
Mar 08, 2023 23:28 [IST]Pealock
Feb 07, 2023 05:18 [IST]