আর সপ্তাহ
খানেকের অপেক্ষা। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে পুরুষদের হকি বিশ্বকাপ (FIH men’s hockey World Cup 2023)। তবে তার আগেই বিরাট ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন
পট্টনায়ক। বিশ্বকাপ জিতলেই হরমনপ্রিত সিং-দের বিরাট উপহার দেবেন তিনি।
আগামী ১৩
জানুয়ারি হকি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে। বিশ্বকাপের পুল
ডি-তে রয়েছে ভারতীয় দল। ২০২৩সালের বিশ্বকাপের জন্য বেশ কিছু দিন আগেই স্কোয়াড
ঘোষণা করেছে জাতীয় হকি সংস্থা। ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় দলকে
নেতৃত্ব দেবেন হরমনপ্রিত। এই বিশ্বকাপে ভারতের সঙ্গে পুল ডি-তে রয়েছে ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস। বিরসা মুন্ডা স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে
বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা
করতে গিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বিরাট উপহারের কথা ঘোষণা করেন
তিনি। মুখ্যমন্ত্রী পট্টনায়ক জানিয়েছেন, ভারত বিশ্বকাপ জিততে
পারলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি টাকা করে দেবেন তিনি।
আরও পড়ুন: Hockey World Cup 2023: চোখ ধাঁধানো পরিকাঠামো, সুইমিং থেকে ফিটনেস সেন্টার, এক নজরে বিরসা মুন্ডা স্টেডিয়াম
আরও পড়ুন: FIH Men's Hockey World Cup 2023: হকি বিশ্বকাপ শুরুর আগে এই তথ্যগুলি জেনে নিন
ভারতের
প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে। হকি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের
বিপক্ষে। হরমনপ্রিত'রা তাদের তৃতীয়
ম্যাচটি খেলবেন ওয়েলসের বিরুদ্ধে। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ বিরসা মুন্ডা
স্টেডিয়ামে খেলবেন ভারতীয় খেলোয়াড়রা। ওয়েলসের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি হবে
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
glIlmer
Mar 06, 2023 10:17 [IST]Soigiougs
Mar 02, 2023 19:03 [IST]