ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াইয়ের সম্মুখীন
হতে চলেছে ভারত। গ্রুপের অন্যতম কঠিন প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও দ্বিতীয়
ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে। কারণ এই ম্যাচটিই হয়তো ঠিক করে
দেবে কোন দল গ্রুপ 'ডি'-এর শীর্ষ স্থানে শেষ করবে। কারণ গ্রুপের শেষ ম্যাচটি খেলবে
ওয়েলসের সঙ্গে অপর দিকে, ইংল্য়ান্ড খেলবে স্পেনের বিরুদ্ধে ফলে দুই প্রতিপক্ষের শেষ
ম্যাচই কার্যত সহজ হবে বিশেষ করে ভারতের জন্য। ইংল্যান্ডকে ভারতীয় দল হারাতে পারলে
সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
ইংল্যান্ড ম্যাচের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মনপ্রীত সিং বলেন,
"ইংল্যান্ড নিশ্চিত ভাবে শক্ত প্রতিপক্ষ তবে স্পেনও দুর্বল নয়। শক্তিশালী স্পেনকে
যখন আমরা হারাতে পেরেছি, ইংল্যান্ডকে হারানোর জন্য মাঠে যা যা করতে হয় তা আমরা করব।
ইংল্যান্ড কড়া প্রতিপক্ষ, প্রথমে ওদের একটু দেখে নিতে চাই তার পর পরিকল্পনামাফিক খেলা
শুরু করব কারণ আমাদের কাছে ভ্যারিয়েশন রয়েছে।"
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের পরিসংখ্যানের দিকে নজর রাখলে বোঝা যাবে ১৩৩টি
ম্যাচ খেলেছে দুই দেশ, যার মধ্যে ভারত জিতেছে ২৫টি ম্যাচে এবং গ্রেট ব্রিটেন জিতেছে
২৬টি ম্যাচে এবং ২২টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানের বিচারে ভারত ইংল্যান্ডের থেকে পিছিয়ে থাকলেও টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে হারায় ব্রিটিশদরে। আর এ বার তো ঘরের মাটিতে হাজার হাজার জনসমর্থন সঙ্গে নিয়ে বিরসা মুণ্ডা স্টেডিয়ামে
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
অধিনায়ক হরমনপ্রীত সিং ইংল্যান্ডকে সমীহ করলেও বলছেন, "ইংল্যান্ড নিঃসন্দেহে
শক্ত প্রতিপক্ষ কিন্তু ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারানোটাই আমাদের পাখির চোখ। স্পেন
ম্যাচে যা ভুল হওয়ার হয়েছে সেই ভুল ত্রুটি শুধরে রবিবার আমাদের মাঠে নামতে হবে।"
Soigiougs
Mar 03, 2023 04:46 [IST]