আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে হকি বিশ্বকাপ (FIH Men’s Hockey World Cup 2023)। পুরুষদের হকি বিশ্বকাপের পঞ্চদশ সংস্করণ আয়োজন করছে ওড়িশা।
রাউরকেল্লা এবং ভুবনেশ্বরে মোট দুটি স্টেডিয়ামে আয়োজিত হবে হকি বিশ্বকাপের
ম্যাচগুলি। বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ঘোষিত হয়েছে ভারতের স্কোয়াড। ভারতের ১৮
সদস্যের দলে কারা রয়েছেন দেখে নেওয়া যাক।
গোলরক্ষক-
১. কৃষাণ বাহাদুর পাঠক
২. শ্রীজেশ পারাত্তু রবীন্দ্রন
ডিফেন্ডার-
৩. জারমানপ্রীত সিং
৪. সুরেন্দর কুমার
৫. হরমনপ্রীত সিং (অধিনায়ক)
৬. বরুণ কুমার
৭. অমিত রোহিদাস (ভাইস ক্যাপ্টেন)
৮. নীলম সঞ্জীপ জেস
আরও পড়ুন: India vs Sri Lanka: দলে নেই রাহুল-রোহিত-কোহলি, এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে হার্দিক বাহিনী
আরও পড়ুন: লাল-হলুদের ছড়াছড়ি! বিশ্বকাপের পর ক্লাব ফুটবলেও ১৫টির বেশি কার্ড দেখালেন রেফারি লাহজ
মিডফিল্ডার-
৯. মনপ্রীত সিং
১০. হার্দিক সিং
১১. নীলাকান্ত শর্মা
১২. শমসের সিং
১৩. বিবেক সাগর প্রসাদ
১৪. আকাশদীপ সিং
ফরোয়ার্ড-
১৫. মনদীপ সিং
১৬. ললিত কুমার উপাধ্যায়
১৭. অভিষেক
১৮. সুখজিৎ সিং
বিকল্প খেলোয়াড়-
১৯. রাজকুমার পাল
২০. জুগরাজ সিং
Soigiougs
Mar 03, 2023 03:23 [IST]Soigiougs
Mar 02, 2023 19:19 [IST]Pealock
Feb 07, 2023 05:06 [IST]