আর মাত্র ছয় দিনের অপেক্ষা। আগামী ২০ নভেম্বর ঢাকে কাঠি পড়বে ফিফা বিশ্বকাপের।
ফুটবলের এই মহাযুদ্ধে এমন বেশ কিছু ঘটনা ঘটে যা অবাক করে দেয় গোটা বিশ্ববাসীকে। জানেন
কি? সমর্থককে উপহার দেওয়া একটি জার্সি ফিরিয়ে নিয়েছিলেন পেলে। তারপর ঘটল, তা ধারণাই
করা যায় না।
সময়টা তখন ১৯৬০। চেনা ছন্দের ধারের কাছেও ছিলেন না পেলে। গোল করতে পারছিলেন
না। আসিস্টও করতে পারছিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা নক্ষত্র। যার মাশুল গুনতে হচ্ছিল
ব্রাজিলকে। একের পর এক ম্যাচে হারের মুখ দেখছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
আরও পড়ুন: FIFA World Cup 2022: এটাই কি শেষ বিশ্বকাপ নেইমারের! বিরাট ইঙ্গিতপূর্ণ বার্তা ব্রাজিলিয়ান সুপারস্টারের
আরও পড়ুন: ISL 2022-23: ডার্বিতে প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থককে জয় উত্সর্গ করলেন লাল-হলুদ কোচ স্টিফেন
সর্বকালের শ্রেষ্ঠ ব্রাজিলিয়ান তারকা ভাবতে শুরু করলেন, কোথায় তাঁর অসুবিধা?
বেশ কয়েকদিন এভাবেই কাটালেন সময়। এর পর হঠাৎই তাঁর মনে পড়ল, এক সমর্থককে তাঁর লাকি
জার্সিটি উপহার দিয়ে ফেলেছেন। সেই কারণেই আর গোলের দেখা পাচ্ছেন না। অর্থাৎ এমন পরিস্থিতিতে
জার্সিটি ফেরত আনতে পারলেই কেল্লা ফতে!
তেমনটাই করলেন পেলে। গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করলেন তিনি। কিংবদন্তি ফুটবলারের
নির্দেশ মেনে ওই সমর্থককের খোঁজ শুরু করে দিলেন তাঁরা। বেশ কয়েকদিন তন্ন তন্ন করে খোঁজার
পর অবশেষে খুঁজে পাওয়া গেল ওই ব্রাজিলিয়ান সমর্থকের। তাঁকে ডাকা হল গোয়েন্দাদের অফিসে।
চাওয়া হল পেলের সেই ‘লাকি’ জার্সিটি। গোয়েন্দাদের আদেশ মেনে দিন কয়েক পরেই পেলের সেই
জার্সি ফিরিয়ে দিলেন ওই সমর্থক। ফের রাজার মতো প্রত্যাবর্তন করলেন পেলে। গোল করে জেতাতে
থাকলেন তাঁর দেশকে। যদিও তৎকালীন একটি সংবাদমাধ্যম এই প্রসঙ্গে একটি রিপোর্ট প্রকাশ
করে, সেখানে তারা জানায় ওই সমর্থক নাকি পেলের আসল জার্সিটি তাঁকে ফিরিয়ে দেননি। বরং
দোকান থেকে একটি জার্সি কিনে পেলে'কে দিয়েছিলেন সেই সমর্থক। শোনা যায়, পরবর্তীকালে
এই তথ্য কখনও মানতেই চাননি ব্রাজিলিয়ান ফুটবলাররা।