আর কিছু দিন পরেই শুরু হবে ফিফা বিশ্বকাপ (২০ নভেম্বর)। জানেন কি, বিশ্বফুটবলের
সবচেয়ে বড় এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে যুদ্ধে মেতেছিল দুই দেশ। প্রাণ হারিয়েছিলেন
কয়েক হাজার নাগরিক। প্রায় ৫৩ বছর আগে বিশ্বকাপ শুরুর আগেই নাগরিকদের মর্মান্তিক পরিণতি
দেখেছিল গোটা বিশ্ব।
১৯৭০ সালে বিশ্বকাপ শুরুর আগে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল
হন্ডুরাস এবং এল সালভাদর। ১৯৬৯ সালের শেষের দিকে রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভাল ছিল
না এই দুই দেশের। হন্ডুরাস এবং এল সালভাদরের সরকারের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বড় আকার
ধারণ করছিল। কিন্তু যুদ্ধে লিপ্ত হয়নি তারা। এর পর ১৯৬৯ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন
পর্বের একটি ম্যাচ মুখোমুখি হওয়ার কথা ছিল হন্ডুরাস এবং এল সালভাদরের।
আরও পড়ুন: History of FIFA World Cup: সমর্থককে উপহার দিয়েও জার্সি ফিরিয়ে নিয়েছিলেন পেলে, তারপর কী ঘটল জানেন
আরও পড়ুন: EPL: রোনাল্ডো'কে ছাড়াই সাফল্য! শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় ম্যান ইউয়ের
যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচের ঠিক আগের দিন, সালভাদরের ফুটবলারদের রাতের
ঘুম ব্যাঘাত ঘটানোর জন্য হন্ডুরাস সমর্থকরা তাদের হোটেলের ঘরগুলিতে ইট-পাথর ছুঁড়ছিলেন।
ফলস্বরূপ রাতে ঘুমতে পারেননি ফুটবলাররা। পরদিন (১৪ জুলাই) স্বাভাবিক ভাবেই ম্যাচটি
হেরে যায় সালভাদর।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচ হেরে যাওয়ার পর সেনাবাহিনীকে
বিষয়টি নিয়ে অভিযোগ করেন সালভাদরের ফুটবলাররা। উত্তেজিত হয়ে হন্ডুরাস আক্রমণ করেন সালভাদরের
সেনাবাহিনী। ১৪ জুলাই থেকে ১৮ জুলাই পযর্ন্ত চলে এই যুদ্ধ। যা একশো ঘন্টার যুদ্ধ কিংবা
ফুটবল যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধে হতাহত হন হাজার নাগরিক। জানা গিয়েছে, প্রায় ৬০০০
নাগরিক প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধে। যদিও ওই বছর অগস্টের শুরুর দিকে সালভাদরের সেনাবাহিনী
তাদের আক্রমণ তুলে নিয়েছিলেন।