সরকারি চাকরিতে গ্রেড ‘থ্রি’ পদে নিয়োগ চলছে। সম্প্রতি এই
সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসম সরকার। গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে
গিয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রশন নম্বর রয়েছে, এমন প্রার্থীদের আবেদনের আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৪০ বছরের
মধ্যে হতে হবে। আগামী ৩০ মে রেজিস্ট্রেশনের শেষ তারিখ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৩,১৪১টি শূন্যপদে নিয়োগ হবে। প্রথম বিভাগে ৮,৩৩১টি
পোস্ট, দ্বিতীয় বিভাগে ৩,৬৯০টি পোস্ট
এবং তৃতীয় বিভাগে ১,১২০টি পোস্ট শূন্য রয়েছে। আবেদন মূলত
করতে হবে অনলাইনে। অন্য কোনও মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: ICSE, ISC: পরীক্ষা দোড়গোড়ায়, এদিকে ভ্যাকসিনেশন গেঁড়োয় আটকাচ্ছে পরীক্ষার্থীরা
আরও পড়ুন: Ramadan: জানেন পবিত্র রমজান মাসে কেন খেজুর দিয়ে রোজা ভঙ্গ করা হয়
আবেদন ফি: পোর্টালে দেওয়া পেমেন্ট গেটওয়ের
মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে হবে। UR এবং OBC/MOBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৩৫০ টাকা। SC, ST প্রার্থীদের
জন্য ২৫০ টাকা। বিশদে জানতে প্রার্থীরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আসামের অফিসিয়াল সাইট চেক করতে পারেন।
নির্বাচন প্রক্রিয়া: বিভিন্ন বিভাগের পদের
জন্য নির্বাচনের মানদণ্ড এবং পরীক্ষার পদ্ধতি পরে ঘোষিত হবে। প্রাথমিক তালিকাভুক্ত
প্রার্থীদের যাচাইকরণের জন্য সমস্ত মূল নথি দেখাতে হবে।