প্রজাতন্ত্র দিবস ভারতের জন্য এক
বিশেষ দিন। এই দিনে স্বাধীন ভারত প্রথম গণতান্ত্রিক রূপে সারা বিশ্বের কাছে পরিচিত
হয়েছিল। দেশের গণতান্ত্রিকতা বজায় রাখতে সবচেয়ে বেশি যাদের অবদান রয়েছে তাঁরা হলেন
সেনানী। তাঁদের নিয়ে তৈরি হয়েছে একের পর এক সিনেমা৷ সেই সব সিনেমার কিছু গান যেন
অনুপ্রেরণা সাধারণের কাছে। গায়ের রোম দেশাত্মবোধে খাড়া হয়ে যায় এইসব গান শুনলে। আজ
দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি।
মন ভরেয়া (Mann Bharryaa): কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'শেরশাহ'। বীর সেনানায়ক বিক্রম বাত্রার জীবন
নিয়ে তৈরি হওয়া এই সিনেমায় দূর্দান্ত অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা
আডবানি। 'শেরশাহ' সিনেমায় ক্যাপ্টেন
বিক্রম বাত্রার শেষকৃত্যের প্রেক্ষাপটে মন
ভরেয়া গানটি রয়েছে। এই গান এবং দৃশ্য চোখে জল আনে না এমন মানুষ খুঁজে পাওয়া
যায় না।
তেরি মিট্টি (Teri Mitti): 'কেশরী' সিনেমার 'তেরি মিট্টি মে' গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দেশাত্মবোধক গানের তালিকা তৈরি
করা হলে এই গান থাকবে ওপরের দিকেই।
চক দে ইন্ডিয়া (Chak De India):
শাহরুখ খানের চক দে ইন্ডিয়ার টাইটেল ট্রাক, সেই মেয়েদের হকিতে ভারতের শ্রেষ্ঠ স্থান, উফ! সেকি ভোলা যায়। গানটি গেয়েছিলেন সুখবিন্দর সিং। খেলা
হোক বা দেশাত্মবোধ এ গানের কোনও বিকল্প হয় না।
রঙ দে বাসন্তি (Rang De
Basanti): বহু বছর আগে আমির খান নিয়ে এসেছিলেন ‘রঙ দে বাসন্তি’। এই
সিনেমার টাইটেল ট্রাকটিও আজও সমানভাবে
জনপ্রিয়। ভারতের মাটি, দেশের প্রতি
ভালবাসা,
বৈচিত্রের মধ্যে ঐক্য, গানটির প্রতিটি শব্দে লেগে রয়েছে যেন। আর রহমানের সুরে গানটি গেয়েছিলে দালের মেহেন্দি।
আরও পড়ুন: Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের সঙ্গে স্বাধীনতা দিবসের পার্থক্য কোথায়, জেনে নিন
আরও পড়ুন: Republic Day 2023: পশ্চিমবঙ্গ ছাড়াও এই সব স্থানে গেলে দেখতে পাবেন ২৬ জানুয়ারির দেশপ্রেমের রঙ
হ্যায় প্রীত জাঁহাঁ কি রীত সদা: মনোজ কুমার একসময় হিন্দি ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন
মিস্টার ভারত নামে। তাঁর লিপে দেশাত্মবোধক গান যেন অন্য মাত্রা পেত। 'উপকার' সিনেমার 'মেরি দেশ কি ধরতি' হোক বা 'পূরব পশ্চিম'র 'হ্যায় প্রীত জাঁহাঁ কি রীত সিদা' দেশাত্মবোধক গানের তালিকা শীর্ষস্থানেও থাকতে পারে।
মেরে দেশ কি ধরতি (Mere Desh Ki
Dharti): ভারত কৃষিপ্রধান দেশ। এই দেশে ফসল
সোনার হয়৷ তাই তো মনোজ কুমারও গাইতে পারেন 'মেরি দেশ কি
ধরতি সোনা উগলে উগলে হীরে মোতি'। দেশাত্মাবোধক ছবি
আহ! এই গান শুনে গৌরবে বুক ভরবে না এমন মানুষ নেই।
অ্যায় মেরে প্যায়ারে ওয়াতন (Aye Mere Payare
Watan): হিন্দিতে 'কাবুলিওয়ালা'(১৯৬১) সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছিলেন নলরাজ সাহানি। এই ছবিতে দেশ থেকে
বহু দূরে প্রবাসে আখরোট, মেওয়া বিক্রি করতে
আসা এক কাবুলিওয়ালা তাঁর দেশকে স্মরণ করে গেয়েছিলেন ' অ্যায় মেরে প্যায়ারে ওয়াতন'। মান্না দের কণ্ঠে এই গান আজও গায়ের রক্ত গরম করে দেয়।