বিদেশে যাওয়ার ইচ্ছা কার না থাকে, বিশেষ করে ভ্রমণপিপাসুদের কাছে আলাদাই
এক স্বপ্ন। দেশের বাইরে তো সকলেই যান, কিন্তু সমস্যার বিষয় হল ভিসা। কারণ বিদেশ ভ্রমণের
ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা লাগে। কিন্তু জানেন কি এক জন ভারতীয় নাগরিক ভিসা ছাড়াই অনেক
দেশে যেতে পারেন। কিন্তু সেই বিষয়টি হয়তো অনেকের কাছেই অজানা তবে বেশ কয়েকটি দেশ রয়েছে
যেখানে ভিসা ছাড়াই আপনি বিদেশ সফরে যেতেই পারেন।
মায়ানমার:
দেশটা সম্পর্কে আমাদের ধারণাও অনেকটা ভাসা ভাসা। সামরিক শাসনের কলঙ্ক ঘোচানোর
পর পর্যটন সম্ভারে যেন অন্য দেশগুলির সঙ্গে পাল্লা দিতে একেবারে প্রস্তুত মায়ানমার।
সোনার পাতে মোড়া সোয়েডাগন প্যাগোডা, সুলে প্যাগোডা, সুয়ে-তা-মায়াত-পায়া বৌদ্ধ মন্দিরগুলি
ছাড়াও ঘুরে আসতে পারেন ইনয়া হ্রদ থেকে। খাবারেও রয়েছে বৈচিত্র। দিন সাতেকের ছুটি নিয়ে
ঘুরে আসতেই পারেন এই দেশ থেকে। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন
মায়ানমার থেকে।
আরও পড়ুন: Winter Trip: শীতকালে বেড়াতে যাচ্ছেন! মাথায় রাখুন এই বিষয়গুলি
আরও পড়ুন: বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে এই সমস্ত স্থানে গেলে থাকা-খাওয়া একেবারে বিনামূল্যে
থাইল্যান্ড:
সমুদ্র সৈকত, পাহাড় এবং ইতিহাসে মোড়া প্রাচীন সব মন্দির। থাইল্যান্ডে ঘুরতে
গেলে দেখার জিনিসের শেষ নেই। দিন পাঁচেকের জন্য ব্যাঙ্কক-পাটায়া ঘুরে আসতে চাইলে বিমান
ভাড়া বাদ মাথাপিছু তিরিশ হাজারের বেশি খরচ হওয়ার কথা নয়। ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন
এখান থেকে।
লাওস
দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘুরতে যাওয়ার কথা বললে লাওস ততটা জনপ্রিয় নয়। তবে
এই জায়গা কিন্তু হতেই পারে আপনার গন্তব্য। এখানে গেলেও ভিসার প্রয়োজন নেই। এখানকার
প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধমন্দির, দ্বীপপুঞ্জ, ঝর্ণা আপনার মন জয় করবেই।
Soigiougs
Mar 16, 2023 17:53 [IST]Soigiougs
Mar 12, 2023 05:17 [IST]