প্রত্যেক অনুরাগীরা সেলেবদের নিয়ে জল্পনা করে থাকেন। তারকারা
কখন কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন থেকে শুরু করে কে কার সঙ্গে প্রেম করছেন বা কে কাকে
বিয়ে করবেন তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। যদিও এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা মাথা
ঘামান না বেশির ভাগ তারকাই। তবে বলিউডে এখন জোর জল্পনা ক্যাটরিনা কাইফকে নিয়ে।
কিন্তু কেন হঠাৎ করে এই তারকাকে নিয়ে জল্পনাই বা কেন? কারণ কয়েক মাস আগেই অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী
ক্যাটরিনা কাইফ। যদিও বিয়ের কয়েকদিনের মধ্যেই কাজে ফেরেন তিনি। তবে এখন কাজ থেকে
অবসর নিয়ে প্রায় ছুটিতে রয়েছেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: Kangana Ranaut: তবে কী এবার বিয়ে করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত! কেমন ছেলে পছন্দ জানালেন স্বয়ং
আরও পড়ুন: Parambrata Chatterjee: এই অভিনেত্রীর কারণে আজও অবিবাহিত পরমব্রত
এরপর ভক্তদের মধ্যে একটাই প্রশ্ন ক্যাটরিনা কাইফ নাকি
দুমাসের অন্তঃসত্ত্বা! সেই কারণে এই সময়টা নির্ভৃতে কাটানোর জন্যই নাকি ঘন ঘন
ঘুরতে বেড়িয়ে পড়ছেন ভিকি ও ক্যাট। এ সবই নজরে রেখেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের
অনুরাগীরা। যদিও এই জল্পনার কারণ শুরু হয় প্রযোজকের থেকে সম্প্রতি বলিউডের বেশ
কিছু প্রযোজক নাকি ক্যাটরিনার কথাতেই শুটিংয়ের তারিখ পিছিয়ে দিচ্ছেন। শোনা
যাচ্ছে,
ক্যাটরিনা নাকি হাতে জমে থাকা কাজ শেষ করার জন্যই ব্যস্ত রয়েছেন। আর
নতুন ছবির ক্ষেত্রে ২০২৩-এর পরই তারিখ দিচ্ছেন ভিকি-পত্নী। এ খবর রটতেই ক্যাটরিনার
মা হওয়া নিয়ে জল্পনা শুরু। তবে এই বিষয় নিয়ে ক্যাটরিনা ও ভিকি কৌশল দুজনেই
জানিয়েছেন, “এই খবর একেবারেই ভ্রান্ত!” যদিও এই গুঞ্জন
একেবারেই প্রথম নয়, ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক পড়া নিয়েও মা
হওয়ার গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।