আগামীকাল মহালয়া। হিন্দুধর্মের এক গুরুত্বপূর্ণ দিন। দেবীপক্ষের সূচনাকালেই
তৈরি হচ্ছে অভূতপূর্ব দুটি যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহালয়ায় কন্যা রাশিতে চারটি
বড় গ্রহ অবস্থান করবে। তার ফলে তৈরি হচ্ছে দুটি বিশেষ যোগ। যার ফলে উপকৃত হতে চলেছেন
কিছু রাশির জাতকরা।
আগে থেকেই কন্যা রাশিতে অবস্থান করছেন সূর্য। বুধও সেই রাশিতে অবস্থান করছেন।
এবার শুক্র এবং চন্দ্রেরও গোচর হচ্ছে কন্যা রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা
রাশিতে সেই চার গ্রহের অবস্থানের ফলে দুটি সংযোগ তৈরি হয়েছে। বুধ ও সূর্যের সংযোগে
তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধ এবং শুক্রের যোগে।
দুই যোগের কারণে একাধিক রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে
ও পরিবারে শান্তি আসবে। দেখে নিন কারা রয়েছেন তালিকায়-
মেষ রাশি- মেষ রাশির জাতকরা
অত্যন্ত উপকৃত হবেন। তাঁদের সময় অত্যন্ত ভাল কাটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য
লাভ করবেন। বিভিন্ন কাজেও আসবে সাফল্য। যাঁরা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য
লাভ করতে চলেছেন। সার্বিকভাবে দুই যোগের কারণে মেষ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।
আরও পড়ুন: আগামীকাল অবধি সৌভাগ্যের অধিকারী হবেন এই রাশির জাতকরা
আরও পড়ুন: শনি মার্গী হওয়ার কারণে জীবন অতিষ্ট হয়ে উঠবে এই তিন রাশির
সিংহ- বুধাদিত্য যোগ এবং
লক্ষ্মীনারায়ণ যোগের কারণে সিংহ রাশির জাতকরাও অত্যন্ত লাভবান হবেন। তাঁদের সময় ভাল
কাটবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাল সময়। পরিশ্রম করলে সাফল্য মিলবে। ব্যবসার বহর বৃদ্ধি
পাবে। সঞ্চয় বাড়বে।
মীন রাশি- মীন রাশির জাতকদের
ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ অত্যন্ত লাভজনক হবে। জীবনসঙ্গীর (প্রেমিক/প্রেমিকা অথবা
স্বামী/স্ত্রী) সঙ্গে সম্পর্ক ভাল হবে। সম্পর্কে বাড়বে ভালবাসা। রোম্যান্সের ক্ষেত্রে
দারুণ সময়। সমাজে মান-সম্মান বাড়বে মীন রাশির জাতকদের।
বৃষ- লক্ষ্মীনারায়ণ যোগের
কারণে বৃষ রাশির জাতকরাও লাভবান হবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মালামাল হবেন।
কাজে অগ্রগতি আসবে। সঞ্চয় বাড়বে।