বলিউডের সর্বকালের ব্লকবাস্টার সিনেমা 'শোলে'-এর 'ইয়ে দোস্তি হাম
নাহি তোড়েঙ্গে' গানটি আপনি নিশ্চয়ই শুনেছেন। এই গানটি পর্দায় দেখিয়েছিল জয় আর বীরুর বন্ধুত্ব কে। এই
অমর গানটির সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ। আজ ৪ জানুয়ারি আরডির মৃত্যুবার্ষিকী।
আমরা আর ডি বর্মণকে হিন্দি ফিল্ম
ইন্ডাস্ট্রির একজন বিস্ময়কর সঙ্গীতজ্ঞ হিসেবে জানি,
তাঁর এই সঙ্গীতজ্ঞ হয়ে ওঠার পেছনে লুকিয়ে রয়েছে এক বন্ধুত্বের গল্প। এই বন্ধুর নাম মেহমুদ। মেহমুদই প্রথমবার আরডি বর্মণকে তাঁর 'ছোটে নবাব' (১৯৬১ সাল) চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক
হিসেবে চুক্তিবদ্ধ করেন। যদিও বাবা সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের নাম আরডির সঙ্গে যুক্ত ছিল,
কিন্তু আরডি ছিলেন স্বকীয়। এমন নয় যে তিনি বাবাকে সঙ্গ দেননি। 'হ্যায় আপনা দিল তো আওয়ারা'-তে মাউথ অর্গান বাজানোই
হোক বা 'আরাধনা'-র মতো সুপারস্টার তৈরি
করা ছবির গান, শচীন দেব বর্মণের সঙ্গীত প্রযোজনায় আরডি সব
জায়গায় উপস্থিত ছিলেন। কিন্তু ব্যাপারটা ছিল নিজের সাফল্য অর্জনের,
তাই আরডি বর্মণ তার বাবার নামের ছায়া থেকে বেরোতে চেয়েছিলেন।
এই কাজে রাহুল দেব বর্মণের সহয়ক হয়েছিলেন
মেহমুদ। শচীন দেব বর্মণ ত্রিপুরার রাজপরিবার থেকে এসে তৎকালীন বোম্বে শহরে
বসতি স্থাপন করেন। পরিবার একসাথে থাকত, তাই এটা স্পষ্ট যে আরডি বর্মণকে চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাতাদের সাথে
পরিচয় করিয়ে দিতে খুব বেশি সংগ্রাম করতে হয়নি। চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত বড় বড় ব্যক্তিত্বরা তাঁকে
চিনতেন। কিন্তু প্রথম সুযোগ কে দেবে,
এই সমস্যা ছিলই। মেহমুদের আগে, মহান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা গুরু দত্ত তাঁর 'গৌরী'
চলচ্চিত্রে সুর দেওয়ার জন্য আরডি বর্মনকে বেছে নিয়েছিলেন। কিন্তু তার ছবি নির্মাণ করা সম্ভব হয়নি।
পঞ্চম হতাশ হয়ে পড়লেন। এই সময় তাঁর হাত
ধরলেন মেহমুদ। মেহমুদ তাঁকে 'ছোটে
নবাব'-এ একক সুরকার হিসাবে কাস্ট করেন।
'ছোটে নবাব'-এ
লতা মঙ্গেশকরের কণ্ঠে 'ঘর আজা ঘির আয়ি বাদ্রা' গানটি রয়েছে। লতাজী প্রায়ই এই গানের রিহার্সালের জন্য আরডি বর্মনের
বাড়িতে আসতেন। বাড়িটি মূলত শচীন দেব বর্মনের ছিল। সেই সময় লতা মঙ্গেশকর ও
শচীন দেব বর্মণের মধ্যে কিছু বিষয় নিয়ে বিবাদ চলছিল। এসডি’র সুরে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিন্তু যেহেতু গানটি পঞ্চমের প্রথম ছবির, তাই লতা মঙ্গেশকর আরডির বাড়িতে আসতেন কিন্তু বাড়ির সিঁড়িতে বসে গানের
অনুশীলন করতেন।
JAdhIMGbk
Aug 20, 2023 14:16 [IST]glUpWdq
Jul 29, 2023 06:39 [IST]AYzOsJuh
Jul 18, 2023 08:11 [IST]endulky
Jun 15, 2023 15:26 [IST]Alcorse
Jun 14, 2023 09:45 [IST]igniguaps
May 13, 2023 02:53 [IST]Preelia
May 06, 2023 11:23 [IST]