প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। ৮৯ বছর বয়স বাড়িতেই শেষ নিশ্বাস
ত্যাগ করেন তিনি। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ প্রয়াত হন তিনি। জীবনের শেষ মুহূর্তে তিনি ল্যান্সডাউনের আবাসনে ছিলেন।
গত ২১ ডিসেম্বর থেকে কলকাতার মিন্টো পার্কে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন সুমিত্রা সেন। গতকালই তাঁকে বাড়িতে নিয়ে আসা
হয়েছিল। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন বিশিষ্ট গায়িকা। কয়েকদিন আগেই নিউমোনিয়াও ধরা পড়ে গায়িকার।সঙ্গে ফুসফুসেও সংক্রমণ ছিল। তবে এই
পরিস্থিতিতে পরিবারের লোকজন শেষ সময়ে তাঁকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।যদিও শেষ নিশ্বাস ত্যাগ করেন নিজের বাড়িতেই। তাঁর প্রয়াণে
সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন:Bad skin care: ত্বকের জেল্লা ফেরানোর সহজ কৌশল জেনে নিন
সোমবার রাত থেকেই তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়েছিল। মঙ্গলবার
ভোর চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। তারপরই ইতি হল সঙ্গীতজগতের
এক অধ্যায়ের। সুমিত্রা সেন তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত
শিল্পী হিসেবে জনপ্রিয়। মায়ের কাছেই গান শেখা। শ্রাবণী সেন ফেসবুকে লেখেন, ‘‘আজ মা
ভোরে চলে গেলেন।’’
LxCirq
Aug 28, 2023 08:16 [IST]BfTHuCFE
Jul 25, 2023 14:23 [IST]Alcorse
Jun 18, 2023 19:52 [IST]Preelia
May 12, 2023 23:27 [IST]glIlmer
Mar 20, 2023 21:14 [IST]