নিজের ব্যক্তিগত কারণ নিয়ে অর্থাৎ সন্তানের জন্যই পর্দা থেকে বিরতি নিয়েছিলেন
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। যদিও সিনেমার পর্দায় ক্যামব্যাক করেই একের পর এক চমক দিচ্ছেন
তিনি। ‘হাবজি গাবজি’ থেকে শুরু করে ‘ধর্মযুদ্ধ’ সব ছবিতেই নতুন নতুন অবতারে দেখা গিয়েছে
টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে এবার আবার নয়া লুকে হাজির হয়েছেন শুভশ্রী।
সেই চোখে মোটা চশমা, মাথায় সাদা চুল, একেবারে বৃদ্ধার বেশে শুভশ্রীকে চেনা দায়।
কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের
রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে
এই সিরিজ। তবে বহুদিন এই প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেননি। এই সিরিজের হাত ধরে ফের
এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন শুভশ্রী।
আরও পড়ুন: Sreelekha Mitra: অন্তর্বাসের মাপ ঠিক নেই, তার জন্য দায়ী হৃত্বিক রোশন! বিস্ফোরক মন্তব্য্ শ্রীলেখা মিত্রের
আরও পড়ুন: Anirban Bhattacharya: টিজারেই বাজিমাত পরিচালক অনির্বাণ ভট্টাচার্য্যের নয়া ছবি 'বল্লভপুরের রূপকথা'
অন্যদিকে, কয়েক মাস আগে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’। ছবিতে পরমব্রত
চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে শুভশ্রীকে। ছবিটি বক্স অফিসে বেশ সফল। অন্যদিকে,
পরমব্রতর আগামী ছবি ‘বউদি ক্যান্টিনে’র গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার
মেয়ে আসমা খানের জীবন নিয়ে। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর
ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওই ছবিতে অভিনয় করবেন সোহমও।
BvbIcCd
Aug 05, 2023 11:19 [IST]Bloohopsy
Jun 25, 2023 22:13 [IST]Pienuilia
May 18, 2023 06:26 [IST]