টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ
চট্টোপাধ্যায়। তাঁর একের পর এক ছবিতে অভিনয় দক্ষতার প্রমাণ মিলেছে। ৩০ বছরেরও বেশি
সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর প্রতিপত্তি। সকলেরই ধারণা বুম্বাদা মানেই নতুন কিছু।
যেমন এই পুজোয় নতুন ভাবে ধরা দিতে আসতে চলেছেন প্রসেনজিৎ। পুজোর ছবি ‘কাছের মানুষ’- এর প্রচারে চূড়ান্ত ব্যস্ত অভিনেতা।
এরই মধ্যে এল নতুন খবর। এবার নাকি পরমব্রতর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ।
আরও পড়ুন: Subhashree Ganguly: চোখে মোটা চশমা, মাথায় সাদা চুল, হঠাত্ করে কী হল শুভশ্রীর! এমন বৃদ্ধার বেশ ধারণ করলেন কেন
আরও পড়ুন: Actress Makeup: মেকআপ শুধুমাত্র অভিনেত্রীদের মুখেই নয়, শরীরের এই অংশগুলিতেও করা হয়
টলিপাড়ায় গুঞ্জন, পরমব্রত চট্টোপাধ্যায়ের
প্রযোজনা সংস্থা ‘রোডশো ফিল্মস’। এই প্রযোজনা সংস্থার নতুন ছবি সই করেছেন নায়ক। পরিচালক
রাজা চন্দ। ছবির প্রযোজকের মতে, “সবটাই প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত কিছু হয়নি।” শোনা যাচ্ছে, পুজোর পরই শুরু হবে শ্যুটিং।
বেশ অনেক বছর হল অন্য ধারার ছবিতে দেখে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। পরমব্রত প্রযোজিত রাজা
চন্দর পরিচালিত এই ছবিতে তাঁকে কোন অবতারে দেখা যাবে, সেটাই এখন দেখার। যদি সমস্ত বিষয়
ঠিক থাকে তাহলে চলতি বছর থেকেই শুরু হবে ছবির শুট।
NNZDbZZ
Aug 03, 2023 16:32 [IST]Bloohopsy
Jun 24, 2023 17:45 [IST]Pienuilia
May 16, 2023 17:24 [IST]