‘ইন্দু’ ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ বা আগ্রহের
কোনও অবকাশ নেই। প্রথম সিজনের পর থেকেই দারুন অভিনয়ের জন্য একাধিকবার
প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইশা সাহা। এই বার সেই ‘ইন্দু’ তৈরি হতে চলেছেন তেলুগু সহ আরও বেশ কয়েকটি
ভাষায়। এই খবর সামনে নিয়ে আসলেন নতুন ‘ইন্দু’, 'বালিকা বধূ' খ্যাত অবিকা গোরে। টেলিভিশনে অন্যতম পরিচিত
মুখ হলেও সেই বেঞ্চ মার্ক অবিকা কতটা বজায়
রাখতে পারবেন সেটাই দেখার মতো বিষয় হবে।
আরও পড়ুন: Tiger vs Pathaan: শাহরুখ ও সলমনের ছবিতে খলনায়কের চরিত্রের জন্য হলিউডের দিকে ঝুঁকছে যশরাজ, নজরে 'Game of thrones'
এক সময়ে তাঁর সারল্য মাখা চেহারা, মিষ্টি অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। নববর্ষ উদযাপনের
জন্য কলকাতায় এসেছিলেন এই বলি অভিনেত্রী। সেই সময় ইশার সঙ্গে একটি মিষ্টি ছবি তুলে
পোস্ট করেন অবিকা। ছবি দেখেই সকলের মনে প্রশ্ন ছিল অবিকা কি তবে বাংলায় কাজ করবেন?
এ বার সবকিছুর জবাব দিলেন অভিনেত্রী নিজেই।
অবিকার কথায়, “ধুমধাম করে কলকাতায় নববর্ষ পালন করলাম। সবার জন্য একটা
বিশেষ ঘোষণা অপেক্ষা করছে। জনপ্রিয় বাংলা সিরিজ় ‘ইন্দু’ তৈরি হতে চলেছে তেলুগু ভাষায়।” ইশার সঙ্গে দেখা করে অবিকা ঠিক কতটা খুশি সেই অনুভূতিও
প্রকাশ করেন অবিকা।
আরও পড়ুন: সবাই, উত্তরবঙ্গ সফরে অরিজিত্ পৌঁছালেন ট্রেনে
ইনস্টাগ্রামে পোস্ট করে ছবিতে তিনি কমেন্ট করেন, “ইশাই হলেন আসল ইন্দু। তুমি যা বেঞ্চমার্ক তৈরি করেছ, এই চরিত্রে অভিনয় আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।” তেলেগু ভাষায় এই ওয়েব সিরিজের শুটিং কবে থেকে শুরু হবে তা
এখনও পর্যন্ত জানা না গেলেও বিভিন্ন রিপোর্টে যে খবর উঠে আসছে তাতে শুটিং দ্রুতই
শুরু হবে।