কিছু মাস আগে পর্যন্তও বেঙ্গল টপার ছিল ‘মিঠাই’। টিআরপি তালিকার
ইতিহাসে টানা এত সপ্তাহ ধরে কেউ শীর্ষস্থান অধিকার করে রাখতে পারেনি। কিন্তু সময়ের
সঙ্গে সঙ্গে নিন্মগামী হয়েছে জনপ্রিয়তা। পুরনো স্থান ফিরে পেতে কত না টুইস্ট এসেছে।
কিন্তু তাতে লাভের লাভ হয়নি।
সিডের রিকি হওয়া, তারপর অমি আগারওয়ালের ষড়যন্ত্র ফাঁস, ফের পারিবারিক মিলন,
প্রমিলা লাহার চক্রান্ত এসব করেও স্থান ফিরে পেল না টিম মিঠাই। অতঃপর এলো গোপাল আসার
খবর। সকলের আশা ছিল মিঠাইয়ের গোপালের আগমনে ভাগ্য ফিরবে। কিন্তু তাতেও খুব একটা লাভ
হয়নি। ফলে নতুন চমক আনতে পুরনো মিঠাইয়ের প্রস্থানের পথই বেছে নিল টিম।
আরও পড়ুন: Sonali Chakraborty: প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী
কিন্তু নায়িকা ছাড়া কি কোনও ধারাবাহিক চলে? সেই পুরনো চেনা টুইস্টের উপরেই
বাজি রেখেছে ‘মিঠাই’-এর সদস্যরা। মিঠি রূপে তাই নতুন অবতারে পর্দায় প্রত্যাবর্তন হয়েছে সৌমিতৃষা
কুণ্ডুর। এই মিঠি অবশ্য মিঠাইয়ের থেকে একদম অন্য রকম। পশ্চিমি জামা, সঙ্গে জ্যাকেট।
বাহারি চুলের কায়দা। নতুন রূপে সৌমিতৃষাকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা।
মিঠির আগমনে কি পাশা বদলাবে? তার জন্য আগামী বৃহস্পতিবারের অপেক্ষা।
jBMChJLRr
Aug 19, 2023 15:36 [IST]JQwPOt
Aug 05, 2023 01:07 [IST]tRsdtzxVw
Jul 17, 2023 06:29 [IST]endulky
Jun 18, 2023 04:55 [IST]Alcorse
Jun 13, 2023 21:28 [IST]igniguaps
May 18, 2023 02:23 [IST]Preelia
May 05, 2023 15:29 [IST]