চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক স্বপন সেনগুপ্ত। এক
সময় বলিউডে দশকের পর দশক জগমোহন বক্সীর সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট গানে সুর দিয়েছিলেন
তিনি। ১৯৯৯ সালে প্রয়াত হয়েছেন জগমোহন বক্সী। এবার সুরলোকে চলে গেলেন স্বপন সেনগুপ্তও।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০।
স্বপন সেনগুপ্তর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফে। বলা হয়েছে, কয়েক
মাস আগেই ৯০ বছর পূর্ণ করেন তিনি। সেদিন বাড়িতে অনেক অতিথি এসেছিলেন। বলিউডের সঙ্গে
যুক্ত কেউ কেউও হাজির ছিলেন বাড়িতে। কেক কাটা হয়। একটু কেক খানও তিনি। কিন্তু তার
পর থেকেই শরীর বিশেষ ভাল ছিল না। অবশেষে সোমবার মুম্বইয়ে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন নবতীপর এই সুরকার।
আরও পড়ুন: Amitabh Bachchan: পর্দায় আসতে চলেছে অমিতাভ বচ্চনের বায়োপিক! কিন্তু বিগ বি'র চরিত্রে কে?
আরও পড়ুন: Deepika Padukone: সত্যিই কি বিচ্ছেদের পথে রণভীর-দীপিকার দাম্পত্য? মুখ খুললেন দীপিকা
১৯৫৭ সালে ঢাকায় জন্ম স্বপন সেনগুপ্তর। তার পরে কলকাতায় বড় হওয়া। এর পরে
তিনি চলে যান মুম্বই। সেখানে ইয়ুথ কয়ারের সঙ্গে যুক্ত হন। সেখানেই আলাপ হয় জগমোহন বক্সীর
সঙ্গে। ঠিক করেন, একসঙ্গে কাজ করবেন। জমে ওঠে বন্ধুত্ব। তাঁরা একসঙ্গে এসডি বর্মনের
সহযোগী হিসাবেও কাজ করেন দীর্ঘদিন। এই জুটি বহু জনপ্রিয় সিনেমার আবহসঙ্গীত থেকে শুরু
করে জনপ্রিয় গানের সুর দিয়েছেন। হিন্দির পাশাপাশি বাংলা, পাঞ্জাবি এবং ভোজপুরী ছবিতেও
সুর দিয়েছে এই জুটি। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের মতো শিল্পীর সঙ্গে একের
পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন স্বপন-জগমোহন। এবার হয়তো অন্য সুরলোকে ফের যুগলবন্দিতে
সুর বুনবেন তাঁরা।
kKGXIj
Sep 01, 2023 06:03 [IST]KvIelrfJ
Jul 12, 2023 12:49 [IST]Alcorse
Jun 22, 2023 14:05 [IST]endulky
Jun 09, 2023 07:45 [IST]endulky
Jun 02, 2023 20:09 [IST]Preelia
May 16, 2023 14:20 [IST]thapsit
Apr 28, 2023 09:48 [IST]