প্রত্যেক প্যান্ডেলে এসে গিয়েছে মা। আজ মহাষ্টমী। আলোর রোশনাই, ঢাকের বাদ্যি— কলকাতা রাস্তায়
পা দেওয়া এখন বড়ই মুশকিল। কিন্তু সকলেই এই শারোৎসবে মেতে উঠলেও দক্ষিণ কলকাতার চট্টোপাধ্যায়
বাড়িতে শুধুই মন খারাপের রেশ। কারণ চলতি বছরেই মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই
মৃত্যু হয় অভিষেক চট্টোপাধ্যায়ের। স্ত্রী ও মেয়েকে ফেলে রেখে চলে গিয়েছেন তিনি। তাঁর
এই অকাল প্রয়াণে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাই মেয়ে ডলকে নিয়ে শহর থেকে দূরে
অভিষেকের স্ত্রী সংযুক্তা।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রসেনজিত্ ও ঋতুপর্ণা! জানিয়ে দিলেন বিয়ের তারিখও
আরও পড়ুন: Parambrata Chatterjee: পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনাতে নয়া ছবির নায়ক হলেন ইনি!
মেঘের দেশে তাকিয়ে অভিষেকের বছর ১০-এর মেয়ে ডল। বাবা না থেকেও যেন আছে তার
সঙ্গে সব সময়। কারণ প্রত্যেক সন্তানের কাছে বাবা-মাকে হারানোর কষ্টটা বলে বোঝানো
সম্ভব নয়। সে কথাই শহর ছাড়ার সময় বার বার মনে করল অভিষেকের মেয়ে। লিখলেন, “আমিও মা
বাবার সঙ্গে আমার মতো করে পুজো কাটাব। তোমরাও আনন্দ করো।”প্রতি বছর ধুমধাম
করে পুজো হত তাদের বাড়ি। এই বছরটা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। নিরিবিলিতেই মা-মেয়ে
কাটাবেন দুর্গাপুজোর ক’টা দিন। সংযুক্তার কথায়, শহর থেকে বহু দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে
কোনও ঢাকের আওয়াজ কানে আসবে না। কোনও হুল্লোড় থাকবে না।
qBKtuWT
Aug 01, 2023 00:10 [IST]Bloohopsy
Jun 20, 2023 11:52 [IST]Pienuilia
May 14, 2023 12:10 [IST]