লতা মঙ্গেশকর নিজেই একসময় গেয়েছিলেন, “নাম গুম যায়েগা, চেহেরা বদল জায়েগা, মেরি আওয়াজ হি প্যাহেচান হায়...”। ‘জীবন্ত কিংবদন্তি’র পরিচয় তাঁর গানেই। অথচ অভিনয় ও
কিন্তু গানের পাশাপাশি লতা মঙ্গেশকরের পরিচয়ের সূত্র হতে পারত। দীর্ঘ আটটি দশক গান
দিয়ে সরস্বতীর বরপুত্রী মাতিয়ে রেখেছিলেন, অভিনয় জগৎ থেকে
কেন শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন ‘ভারতরত্ন’।

সর্বমোট আটটি সিনেমায় অভিনয় করেছিলেন লতা মঙ্গেশকর। লতাজির
বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্যব্যক্তিত্ব। অত্যন্ত কড়া ধাঁচের মানুষ, কে এল সায়গল ছাড়া অন্য কারও গান গাওয়া বা শোনা পছন্দ করতেন না। নিজের
নাটকে মেয়েকে দিয়ে বেশ কিছু চরিত্রে অভিনয় করাতেন তিনি। সেই ভাবেই অভিনয়ে হাতেখড়ি
লতা মঙ্গেশকরের। বাবার সাথে স্টেজে ‘ভাব বাঁধন’ নাটকে প্রথম অভিনয় করেছিলেন ‘লতিকা’ চরিত্রে। ৫ বছর বয়সেই বাবার সঙ্গে মারাঠি নাটক ‘সংগীত
নাটক’-এ অভিনয় করেছিলেন। ১৯৪২ সালে ‘পাহিলি
মাঙ্গলা গৌর’-এ, ১৯৪৩ সালে ‘মাঝে বল’, ‘চিমকুলা সংসার’, ১৯৪৪
সালে ‘গজভাউ’, ১৯৪৫ সালে ‘বাদি মা’ ছবিতে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: পঞ্জাবে পথদুর্ঘটনায় আহতদের উদ্ধারকার্যে সামিল হলেন সোনু সুদ
আরও পড়ুন: প্রকাশ্যে এল সুরসম্রাজ্ঞীর শেষ ভয়েস ক্লিপ
রাজ কপূরের বিখ্যাত ‘সত্যম শিবম সুন্দরম’
সিনেমা পরিচালক লিখেছিলেন লতা মঙ্গেশকরের জীবনকে কেন্দ্র করে। অভিনয়
করারও প্রস্তাব দিয়েছিলেন। রাজি হননি লতাই। সারাজীবন গানেই মনোনিবেশ করতে
চেয়েছিলেন ‘জীবন্ত কিংবদন্তি’। তাই
অভিনয়ে আসতে চাননি।