ভারতীয় সঙ্গীতের শিরোমণি-চূরামণিদের মধ্য অন্যতম ছিলেন লতা
মঙ্গেশকর। তাঁর ভুবন মাতানো কোকিলকন্ঠী স্বরে দশকের পর দশক ঋদ্ধ হয়েছে ভারতীয়
সঙ্গীত জগৎ। মাত্র ১৩ বছর বয়স থেকে শুরু হয় সুরসমুদ্রে তাঁর যাত্রা। সেই সফরে একা
বা যুগলবন্দী উভয় গানেই মানুষের মন জিতেছেন তিনি। এত বড় মাপের একজন শিল্পী হলেও
জীবনের কিছু ক্ষেত্রে কড়া নিয়মের জালে নিজেকে বেঁধেছিলেন লতা। যার
বাইরে কোনও পরিস্থিতিতেই তিনি বেরতে ছিলেন না রাজি। যেমন তিনি স্থির
করেছিলেন যাই হয়ে যাক না কেন বিয়ে বাড়িতে কোনও দিন গান গাইবেন না।
আরও পড়ুন: KIFF: প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে নজরুল মঞ্চেই উদ্বোধন হয়ে গেল কলকাতা চলচ্চিত্র উত্সবের
আরও পড়ুন: PM Modi: শুরু হল 'লতা দীননাথ মঙ্গেশকর' পুরস্কার, প্রথম প্রাপক নরেন্দ্র মোদি
এমন অনেক সঙ্গীতশিল্পী
ছিলেন যাঁরা মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেলে কোনও অনুষ্ঠান বাড়িতে গান করতে যেতে
রাজি হতেন। নাচে গানে জমিয়ে তুলতেন অনুষ্ঠানের পার্টি। সুরসম্রাজ্ঞীও একবার এমনই প্রস্তাব পেয়েছিলেন।বিয়ের অনুষ্ঠানে গান
গাওয়ার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল মিলিয়ন ডলারের। কিন্তু ভারতের নাইটিঙ্গেলের
কাছে তাঁর নীতিবোধের মূল্য অর্থের থেকেও অনেক বেশি। তাই কোনও
মতেই তিনি রাজি হননি কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে।
চলতি বছরেই ৯২ বছরে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন
সুরসম্রাজ্ঞি লতা মঙ্গেশকর। মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে
স্বনামধন্য গায়িকার নানা স্মৃতির কথা। কখনও
ভক্তদের মুখে মুখে, কখনও আবার সেলেব মহলের নানা স্মৃতিতে
তরতাজা তাঁর এক একটি অবদানের কাহিনি। সম্প্রতি এমনই এক কাহিনি প্রকাশ্যে উঠে এলো
আশা ভোঁসলের হাত ধরে। তিনিই জানান, দিদির বিষয়ে এমন আনকোরা তথ্য।
(ভিডিও সৌজন্যে: cassette Gallery)