মহানায়ক উত্তম কুমারের দুই নায়িকা সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী। সুচিত্রা সেন মহানায়িকা, আর
সুপ্রিয়া দেবী হলেন সেই মানুষ যিনি রিল দুনিয়ার মতো বাস্তব জীবনের মহানায়কের ছাদ
হয়ে উঠেছিলেন। দুই নায়িকার বিপরীতেই ‘নায়ক’-এর অসংখ্য দুর্দান্ত জনপ্রিয় সব ছবি রয়েছে। সুপ্রিয়া আর সুচিত্রা কি একে
অন্যকে হিংসা করতেন? কোথাও কি এই দুই অভিনেত্রীর মধ্যে
ঈর্ষার সম্পর্ক ছিল?
বলা হয় দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল ঠিকই, একই সঙ্গে প্রবল ভাবে ছিল ইগোর লড়াই। যেটা বাইরে প্রকাশ পেত খুবই কম।
বাইরে তাঁদের কেউ কোনওদিন ঝগড়া করতে দেখেনি। ‘বসু পরিবার’-এর পরিচালক নির্মল দে’র সূত্রে সুচিত্রা-সুপ্রিয়ার
আলাপ করিয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন সুপ্রিয়া চৌধুরীর
রমাদি। আর সুপ্রিয়াও ততদিনে সুচিত্রার ‘বেণু’।
আরও পড়ুন: Hanuman Jayanti 2023: আজ হনুমান জয়ন্তীতে উপবাস করেছেন, তাই এই বিষয়গুলি এড়িয়ে না চললে বজরংবলী রুষ্ট হতে পারেন
আরও পড়ুন: Hanuman Jayanti 2023: মাঙ্গলিক দোষ কাটাতে আজ হনুমান জয়ন্তীর দিন অবশ্যই পালন করুন এই নিয়মগুলি
সুচিত্রা সেন যে অত্যন্ত চটুল মজা করতে ভালবাসতেন তা
জানিয়েছিলেন অনুপ কুমার। মুখচোরা অনুপ তাই সুচিত্রা সেনকে কিছুটা এড়িয়েই চলতেন।
সুপ্রিয়ার সঙ্গেও মজা করতে পিছপা হতেন না সুচিত্রা। এক দিন সকাল থেকে শহর জুড়ে
বৃষ্টি হচ্ছে। সুচিত্রা সেন ফোন করলেন সুপ্রিয়ার ময়রা স্ট্রিটের বাড়িতে। সেখানে
তখন পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন উত্তম কুমার। ফোন ধরলেন মহানায়কের বেণু।
সুচিত্রা জিজ্ঞাসা করলেন, “উতু কোথায়?” সুপ্রিয়া
দেবী জানালেন উত্তম কুমার শ্যুটে রয়েছেন। তখন সুচিত্রা বলে বসলেন, “ইশ! শ্যুটিংয়ে গিয়েছে? উতুকে এখন ভীষণ চুমু খেতে
ইচ্ছে করছিল।”
মহানায়িকার প্রশ্নে একটুও রাগ করেননি সুপ্রিয়া দেবী।
বুঝেছিলেন একইরকম মজা করছেন সুচিত্রা সেন। তাই বলেছিলেন “রমাদি
তোমাকে আমি খুব ভাল করে চিনি।” এমনই ছিল বাঙ্গালি ম্যাটিনি
আইডলের জীবনের দুই নারীর সম্পর্ক।