প্রত্যেক মানুষেরই দুটো নাম থাকেই। একটি নাম যা দিয়ে তাঁর আসল পরিচিতি বিভিন্ন
প্রফেশনাল জায়গা বা স্কুল-কলেজ ইত্যাদি স্থানে। আর অপর নাম যা দিয়ে তাঁকে চেনে তাঁর
পরিবার বা পাড়ার মানুষরা। আর স্বভাবতই সেই ডাক নামগুলি খুব মজাদার হয়। অনেকক্ষেত্রে
এই ডাক নাম লোক সমাজে লজ্জাতেও পড়তে হয়েছে অনেককে। অভিনেতা-অভিনেত্রীদেরও এমনই ডাক
নামে চেনে তাঁদের কাছের মানুষরা। আজ আমরা জানব টলি সুন্দরীদের কার কী ডাক নাম।
মিমি চক্রবর্তী- বর্তমানে বাংলা
ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন মা
তাঁকে ডাকে ‘মোনা সোনা’ বলে। আসলে ‘মোটু সোনা’ -র বদলে এই ডাক আর কী! মিমির বাবা ডাকেন
‘বকপাখি’, কারণ মাঝে মাঝেই
নাকি তিনি এক পায়ে দাঁড়িয়ে থাকেন।
পাওলি দাম- পাওলিকে ভালবেসে
কাছের মানুষরা ডাকেন ‘পাও’ বলে। আর এই ডাকটা খুব ভালবাসেন অভিনেত্রী। এমনকী, অভিনেত্রীর বরও তাঁকে
এই নামেই ডাকে।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রসেনজিত্ ও ঋতুপর্ণা! জানিয়ে দিলেন বিয়ের তারিখও
আরও পড়ুন: Parambrata Chatterjee: পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনাতে নয়া ছবির নায়ক হলেন ইনি!
রাইমা সেন- নেটপাড়ার সেনসেশন
রাইমা সেন। তাঁর ডাক নাম কী জানেন? অফিসিয়ালি বাড়ির নাম ডোলু। তবে কাছের মানুষরা ডলস,
ডলজি, ডোলি নামেও ডেকে থাকেন তাঁকে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- তিনি একবার বলেছিলেন,
‘বাবা আমাকে দধিমণি বলে ডাকে, কারণ ছোটবেলা আমি দুধ খাওয়ার পর তা তুলে দিতাম। আমি এখন
বাবাকে বলি সবার সামনে যেন আমাকে ওই নামে না ডাকে। আর বাবা ঠিক আমার পিছনে লাগার জন্য
তাই করবে। এখন তো বন্ধুরাও আমার সঙ্গে ঠাট্টা করে, আমাকে রাগানোর জন্য দধিমণি বলে ডাকে।’
শ্রীলেখা মিত্র-
শ্রীলেখার ডাক নামও বেশ মজাদার। তাঁকে নাকি ডাকা
হয় ‘ভেবলি’ বলে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শুধু বাড়িতে
নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণ ঘোষের কল্যাণে কাজের জায়গাতেও আজকাল সবাই তাঁর
এই নামখানা জেনে গিয়েছে।
GTzsVrA
Aug 19, 2023 23:09 [IST]uNQrSTbgr
Jul 17, 2023 14:59 [IST]Alcorse
Jun 14, 2023 01:39 [IST]Preelia
May 05, 2023 22:15 [IST]