নতুন বছর বয়ে আনল সঙ্গীতপ্রেমীদের
জন্য সুখবর। ৩ জানুয়ারি সাউথ সিটিতে আশা অডিওর পক্ষ থেকে লঞ্চ করা হল লিভিং লেজেন্ড ঊষা উত্থুপের দুটি গান। এর মধ্যে
একটির সঙ্গে যেমন জঙ্গল সুন্দরী আফ্রিকার সম্পর্ক, তেমন আছে বাংলার গর্ব ‘প্রিন্স অব
কলকাতা’র সম্পর্ক।
সেই কোনকালে কবিপ্রতীম রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন ‘এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো “ক্ষমা করো’, হিংস্র প্রলাপের
মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।” এদিন পদ্মশ্রী সম্মানে ভূষিতা সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপও যেন সেই কথাই বললেন।
আফ্রিকা মানেই জঙ্গল, আফ্রিকা মানেই বাঘ
সিংহ-চিতা সহ কতশত জানোয়ার। আর ঘন অরণ্য। যে অরণ্যের কথা বাংলার পাঠককূলকে
জানিয়েছিলেন বিভূতিভূষণ
বন্দ্যোপাধ্যায়। যে রোমাঞ্চের টানে ছুটে গিয়েছিল বাংলার এক
প্রত্যন্ত গ্রামের বসিন্দ শংকর, বিদেশি
আলভারেজ। সেই অরণ্য আর অন্যন্যের অধিকারীদের ভাল রাখার দায়িত্বও আমাদের। নিজে একাধিকবার আফ্রিকা গিয়েছেন ঊষা, রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছেন এই দায়িত্বকে। তাই নিজের ‘আফ্রিকা আফ্রিকা’ গানের মধ্য দিয়ে তিনি এই বার্তায় দিয়েছেন নব প্রজন্মকে। গান রিলিজ হওয়ার আগে
বিশিষ্ট সঙ্গীতশিল্পী নিজে ‘আফ্রিকা আফ্রিকা’ গেয়ে শোনান। তাঁর মুগ্ধকরা কণ্ঠের জাদুতে মুহূর্তেই মোহিত
হয়ে গিয়েছিলেন সকলেই।
আরও পড়ুন: January 3: দেশ ও বিশ্বের ইতিহাসে ৩ জানুয়ারি
আরও পড়ুন: ১০ সেকেন্ডে ১৩০০ গুলি! কোন দেশের সৈন্যরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মেশিনগান পেয়েছে
আফ্রিকা গাওয়ার আগে ঊষা উত্থুপের ‘দাদা, উই লাভ ইউ’ গানটি লঞ্চ হয়। যাকে নিয়ে এই গান বাধা সেই মহারাজও এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিটি বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি
বারুদের নাম। সেই বারুদ যে শত অপমান, লাঞ্ছনার পরেও জ্বলে উঠতে জানে, ‘কাম ব্যাক’ শব্দটি তাঁর জন্যই বোধহয় প্রাণ পেয়েছে। এহেন মানুষটিকে নিয়ে গান না
বেঁধে কি সত্যিই পারা যায়। সেই কাজটি দারুণভাবে করেছেন গীতিকার কেতন সেনগুপ্ত, সুরকার দ্বয় শিলাদিত্য-সোম।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসা
অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ি, এক সময়ের বাংলার রঞ্জি ট্রফি জয়ী অধিনায়ক সম্বরণ
বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া বিশেষজ্ঞ বোরিয়া মজুমদার।
প্রসঙ্গত,
১৯৯৫ সালের মে মাসে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁশলের
অনুপ্রেরণায় শুরু হয়। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপাট ধরে রেখেছে তারা। ইতিমধ্যেই ৪০০ গান
তারা তৈরি করে ফেলেছে। ২০১৯ সালে প্রয়াত হন আশা অডিওর প্রতিষ্ঠাতা মহুয়া লাহিড়ি।
BwGnPOq
Aug 23, 2023 11:14 [IST]RnOHVhrec
Jul 29, 2023 02:20 [IST]scinGEv
Jul 21, 2023 04:53 [IST]Alcorse
Jun 15, 2023 22:07 [IST]endulky
Jun 15, 2023 13:47 [IST]igniguaps
May 12, 2023 23:26 [IST]Preelia
May 08, 2023 19:22 [IST]