২০ দিনের জীবন যুদ্ধে আর বিজয়ী হতে পারলেন না বছর ২৪’র ঐন্দ্রিলা শর্মা, আজ অসম লড়াইয়ে বশ্যতা শিকার করলেন তিনি। আর কোনও মীরাকেল হল না, বিফলে গেল এত মানুষের প্রার্থনা। হাসপাতাল সূত্রে খবর, রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। এর পরেও একাধিক সমস্যা তৈরি হতে থাকে শরীরে। এক-দু’বার কার্ডিয়াক অ্যারেস্টের পরও শ্বাস ছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, শনিবার (১৯ নভেম্বর) রাতে বার দশেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। রবিবার সকালেও কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সিপিআর সাপোর্টে কিছুটা সামাল দেওয়া গেলেও শেষ রক্ষা আর হল না। মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অভিনেত্রী।
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে জীবন-মরণ যুদ্ধ করেছিলেন ঐন্দ্রিলা। অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই করছিলেন অভিনয়ের কাজ। বহু মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে উঠেছিলেন তিনি। তবে আর লড়তে পারলেন না ঐন্দ্রিলা। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া অভিনয় মহলেও।
BEotfLu
Aug 23, 2023 02:04 [IST]YaYblHIW
Aug 09, 2023 08:04 [IST]cFyvdG
Jul 20, 2023 19:04 [IST]fMQAOYhj
Jul 09, 2023 20:20 [IST]endulky
Jun 20, 2023 02:22 [IST]Bloohopsy
Jun 09, 2023 18:36 [IST]Bloohopsy
May 29, 2023 00:44 [IST]igniguaps
May 21, 2023 14:37 [IST]Preelia
May 08, 2023 10:47 [IST]evituisse
Apr 26, 2023 02:21 [IST]