নতুন বছরে দ্বিতীয় সপ্তাহে একদম নির্ধারিত সময়ে হাজির হয়ে
গিয়েছে ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপির তালিকা। নতুন বছরে কমবেশি প্রতিটি
ধারাবাহিকেই ছিল নিত্য নতুন চমক। যার প্রভাব পড়েছে টিআরপির তালিকায়। রদবদল ঘটেছে
স্থানে। দেখে নেওয়া যাক কারা জায়গা করে নিল সেরা পাঁচে আর কেই বা হল সেরার সেরা।
বছরের শুরুটা মিষ্টিমুখে শুরু হলেও এবার বেশ চ্যালেঞ্জের
মুখে পড়েছে মোদক পরিবার। এই সপ্তাহের রিপোর্ট বলছে কোনও রকমে নিজের স্থান শীর্ষে
ধরে রাখতে সক্ষম হয়েছে তাঁরা। টিআরপি রেটিং বেশ খানিকটা কমেছে। অন্যদিকে খুকুমণি ও
উমা একেবারে নিঃশ্বাস ফেলছে মিঠাই রানির ঘাড়ে। ১০.৪ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম ‘মিঠাই’। মাত্র ০.২ পয়েন্টের ব্যবধানে যুগ্মভাবে দ্বিতীয়স্থান অধিকার করল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (১০.২) ও উমা। অভি-উমার বিয়ের
হাই ভোল্টেড ড্রামা থেকে দর্শক যে চোখই ফেরাতে পারছে না তা স্পষ্ট। অন্যদিকে নতুন
বছরের শুরুতেই আবার সেরা পাঁচে জায়গা করে নিল যমুনা। ৯.১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে
রয়েছে জি বাংলার ‘যমুনা ঢাকি’।
আরও পড়ুন: করোনামুক্ত মহারাজ ফিরলেন দাদাগিরির মঞ্চে
আরও পড়ুন: করোনা আক্রান্ত সুদীপা চট্টোপাধ্যায়
ফুলঝুরির গায়িকা হওয়ার টুইস্টে একলাফে চতুর্থ স্থান দখল
করেছে স্টার জলসার ‘ধুলোকণা’। প্রাপ্ত
পয়েন্ট ৮.৭। এই সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে শন-সৃজলার কাহিনি। ৮.৬ নম্বর
নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ‘মন ফাগুন’। গত সপ্তাহের তুলনায় নম্বর কমলেও ষষ্ঠ স্থান দখল করেছে স্টার জলসার সদ্য
শুরু হওয়া ধারাবাহিক ‘গাঁটছড়া’।
প্রাপ্ত নম্বর ৮.২।
সেরা পাঁচে জায়গা করতে না পারলেও সপ্তম স্থানে রয়েছে
অপরাজিতা অপু(৮.১)। সপ্তম স্থানে যুগ্মভাবে রয়েছে খেলাঘরও। অষ্টম স্থানে রয়েছে ‘আর
তবে সহচরী’। তবে দীর্ঘদিন পর সেরা দশে কামব্যাক করল ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’। নবম স্থানে
জায়গা করে নিয়েছে এই পিরিয়ড ধারাবাহিক। রামকৃষ্ণ দেব এবং মা সারদায় যে মজে রয়েছেন
দর্শককুল তা বেশ স্পষ্ট। অন্যদিকে ৭.১ নম্বর পেয়ে কোনও মতে সেরা দশে টিকে রয়েছে ‘সর্বজয়া’।