দুর্গা পুজো প্রায় এসেই গেল। আর মাত্র দু’দিন পর মহালয়া। তারপর
পিতৃপক্ষের অবসান ঘটবে, শুরু হবে দেবীপক্ষ। তবে জ্যোতিষ বলছে পিতৃপক্ষের শেষ অবধি দারুণ
সময় কাটবে কিছু রাশির জাতকদের। আগামী ২৪ সেপ্টেম্বর অবধি থাকবে পিতৃপক্ষ। কে কে হবেন
সৌভাগ্যবান? জেনে নিন,
সিংহ রাশি- ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
সিংহ রাশির জাতকদের সাফল্য আসবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনও বাধা থাকলে তা কেটে যাবে।
আটকে থাকা কাজ পুরো হবে। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা থাকলেও তা কেটে যাবে। স্বাস্থ্যের
উন্নতি হবে।
মেষ রাশি- পিতৃপক্ষের শেষ
অবধি লাভবান হবেন মেষ রাশির জাতকরা। তাঁদের ধন লাভ হতে পারে। যে মেষ রাশির জাতকরা প্রতিযোগিতামূলক
পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
আরও পড়ুন: পুজোর সময়ে আকাশ ছুঁয়েছে বিমানভাড়া, বিমানে চেপে কলকাতা আসার ভাড়া শুনলে আপনিও চমকে উঠবেন
আরও পড়ুন: দেবগুরুর আশির্বাদে নভেম্বর অবধি নির্বিঘ্নে কাটাবেন এই রাশির জাতকরা
বৃষ রাশি- মহালয়ার আগেরদিন
পর্যন্ত লাভবান হবেন বৃষ রাশির জাতকরাও। উন্নতির পথ প্রশস্ত হবে। মান-সম্মান বাড়তে
পারে বৃষ রাশির জাতকদের। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে।
মীন রাশি- ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
মীন রাশির জাতকরা কাজে ব্যস্ত থাকবেন। অর্থ লাভের যোগ তৈরি হবে। যাত্রার ফলে লাভবান
হবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় অত্যন্ত শুভ হতে চলেছে।