প্রথমে সে ছিল পরিত্যক্ত, কেউ ছিল না তার। অবশেষে বেঙ্গালুরুর একটি পাঁচ
তারা হোটেল তার জন্য নিজেদের দ্বার অবারিত করল, দিল চাকরিও। পৃথিবীতে ঠিক যতটা তিক্ততা
রয়েছে তার থেকে অনেক বেশি সহানুভূতি আর ভালবাসার গল্পও রয়েছে। তার প্রত্যক্ষ্য প্রমাণ
বার্নি। বার্নি হল এক সারমেয় যাকে চাকরি দিয়েছে একটি পাঁচ তারা হোটেল।
বেঙ্গালুরুর ললিত অশোক হোটেলের সামনে প্রথম বার্নিকে দেখেছিলেন কর্মচারীরা।
সে তখন অসহায়। তারপরেই হোটেল কর্মচারীরা বার্নির প্রতিসহানুভূতিশীল হয়ে চাকরি দেন।
আজ তার আইডি কার্ডও রয়েছে। বড় বড় অক্ষরে তাতে লেখা চিফ হ্যাপিনেস অফিসার। লবি মিটিং
থেকে শুরু করে নানা রকম সুন্দর অঙ্গভঙ্গী সবই দুর্দান্তভাবে করে বার্নি।
আরও পড়ুন: সুখী ও মধুর দাম্পত্য পেতে সিঁদুর পরার ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলুন
আরও পড়ুন: বিমান অবতরণের সময় হঠাত্ ট্রেন চলে এলে থামিয়ে দেওয়া হয় একমাত্র এই বিমানবন্দরে
হোটেলে আসা, অতিথিদের কাছেও বার্নি খুব প্রিয়। নিজেদের আড্ডা সঙ্গী হিসাবে
তারা কখনও কখনও বার্নিকে বেছেনেয়। চাইলে শিশু থেকে বৃদ্ধ সবার কাছে আনন্দের অপর নাম
হয়ে ওঠে বার্নি।
বার্নি নিয়মিত বেতন পায়। তবে হ্যাঁ, সেক্ষেত্রে এক মিষ্টি শর্ত তাঁকে পূরণ
করতে হয়। বার্নি হামি দিলে বা জড়িয়ে ধরলে তবেই বেতন পায়।