অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ পোক্ত অভিনেত্রী
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, বিতর্কিত মন্তব্যের জেরে
খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও বহু সময়েই নানা ধরনের
মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি এই রকমই এক ঘটনার সম্মুখীন হতে হল শ্রাবন্তী
চট্টোপাধ্যায়কে।
সম্প্রতি একটি ছোট্ট নেউলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন
সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবি ঘিরেই বিতর্ক শুরু হয়ে যায়। অভিনেত্রী এদিন একটি
ছোট্ট নেউলের বাচ্চার ফটো পোস্ট করে জানিয়ে ছিলেন হঠাৎই তার সঙ্গে দেখা হয়েছে সে
আমার একটি মিষ্টি বন্ধুর মতো। ছবিতে দেখা যাচ্ছে, একটি নেউলকে গলায়
একটা বেল্ট দিয়ে বেঁধে আদর করছেন তিনি। সেই বেল্টের সঙ্গেই ঝুলছে লম্বা একটা চেন।
আর প্রাণীটির তুলনায় গলার বেল্টটি আকারে যথেষ্ট বড়। সেই ছবির হ্যাশট্যাগে দেন
পশুদের প্রতি ভালোবাসা। আর এটি দেখে বেজায় চটে যান নেটিজেনেরা।
আরও পড়ুনঃ ব্লাউজ না পরলে ওঠা যাবে না বিমানে, চরম নির্দেশিকায় বিপাকে মিস ইউনিভার্স
আরও পড়ুনঃ R Madhavan: ক্যাটরিনার বিপরীতে অভিনয় করতে কার মতো হতে চান মাধবন? জানালেন স্বয়ং
কারণ প্রথমত বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী নেউল একটি
বিলুপ্তপ্রায় প্রাণী যা পোষা আইনত অপরাধ। পাশাপাশি এই ছবিতে অনেকেই লিখেছেন, ‘বেল্টটা গলায় আটকে যাচ্ছে, এটা কখনই পশু প্রেম নয়',
অন্য আরেকজন লিখেছেন, 'এটা একদম ভুল করছেন।' যদিও এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুলতে দেখা
যায়নি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।