চাঁদের মাটিতে জন্মেছে গাছ! সম্প্রতি এমনই এক অসম্ভব কাজকে
সম্ভব করে দেখিয়েছেন নাসা’র কয়েকজন বিজ্ঞানী। দীর্ঘদিন ধরেই চাঁদের
মাটিতে উদ্ভিদ প্রাণ বেড়ে উঠতে পারে কি না তা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা
চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। কিন্তু বার বার একটা কথা বলেছেন তাঁরা, যে চাঁদের মাটি উদ্ভিদের বিকাশের অনুকূল নয়, খুব
অনুর্ব্বর। কিন্তু এবার সেই চন্দ্রভূমিতেই সবুজের বিকাশ সম্ভব করেছেন বৈজ্ঞানিকরা,
যা নিঃসন্দেহে এক যুগান্তকারী আবিষ্কার।
গাছটির নাম Arabidopsis thaliana। এটিই সেই বিরল প্রজাতির গাছ, যা জন্মেছে চাঁদের মাটিতে। নাসা’র উদ্যোগে
ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার কয়েকজন বিজ্ঞানী এই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন। Apollo
অভিযানের সময়ে যে মাটি চাঁদ থেকে আনা হয়েছিল, তাতেই
এই গাছ বসিয়ে চমৎকার করে দেখিয়েছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: ভিডিও: বিয়ের পোশাকে আগুন ধরিয়ে দিলেন নবদম্পতি, তারপর কী হল...
আরও পড়ুন: Roddur Roy: মমতাকে অপমান! রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের থানায়
নাসা’র তরফে জানানো হয়েছে, Apollo অভিযানের ৫০ বছর উপলক্ষেই চাঁদের মাটিতে গাছ জন্মানোর পরীক্ষাটি করার কথা
ভেবেছিলেন বিজ্ঞানীরা। সেই অভিযানে চাঁদের মাটি সংগ্রহ করার উদ্দেশ্যই ছিল সেটি
নিয়ে যাতে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষানিরীক্ষা করা যায়। মহাকাশ বিজ্ঞানীদের এহেন আবিষ্কার
নিঃসন্দেহে তাঁদের পরবর্তী অভিযানের পাথেয় হয়ে থাকবে।
ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকদের তরফে বলা হয়েছে, দুটো প্রশ্নের পিছনে তাঁরা গত ৫০ বছর ধরে তাড়া করেছেন। এক, চাঁদের মাটিতে গাছ জন্মানো সম্ভব কি না। দুই, ভবিষ্যতে
চাঁদে মানুষের বসবাস সম্ভব কি না, আর সেক্ষেত্রে এই গবেষণা
কত দূর সাহায্য করতে পারে তা দেখার বিষয়।