চলছে শ্রাবণ মাস। এই মাসকে বলা হয় বাবার মাস। বাক কাঁধে নিয়ে এই শ্রাবণেই
ভক্তকুল তারকেশ্বর ধামে যাত্রা করে। পশ্চিমবঙ্গে তারকেশ্বর ছাড়াও বহু স্থানে শিবের
থান রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধমানের বর্ধমানেশ্বর মন্দির।
১৮৭২ সালের ৮ আগস্ট ভিখারি বাগান এলাকায় পরিত্যক্ত জমি থেকে মাটি খনন করার
সময় একটি বিশাল শিবলিঙ্গ উত্থিত হয়। ঐতিহাসিকরা অনুমান করেন যে এটি খ্রিস্টীয় সপ্তম
বা অষ্টম শতাব্দীতে তৈরি করা হয়েছিল। শিবলিঙ্গের নিচে প্রাপ্ত লিপি থেকে অনুমান করা
যায় যে এটি কুষাণ যুগে নির্মিত। অনেকে বিশ্বাস করেন যে এই শিবলিঙ্গ মনসা মঙ্গল খ্যাত
চাঁদ সওদাগর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শিবলিঙ্গটি কচ্ছপের তৈরি, ওজন প্রায় ১৩ টন,
উচ্চতা ৬ ফুট। ‘গৌরীপাট্টা’-এর পরিধি ১৮ ফুট।
আরও পড়ুন: Vastu Tips: জীবন হবে ঝঞ্ঝামুক্ত, শ্রাবণ মাসে বাড়িতে লাগান ভোলানাথের পছন্দের গাছগুলি
আরও পড়ুন: Khajuraho Mandir: কী কারণে তৈরি হয়েছিল খাজুরাহোর কামুক মূর্তি
প্রতি বছর শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দেবাদিদেব কল্পেশ্বর রূপে এখানে পূজিত
হন। স্থানীয় মানুষের মুখে মুখে বর্ধমানেশ্বর মোটা শিব নামে বিখ্যাত হয়েছেন। শিবরাত্রি
উপলক্ষে মন্দিরে ভিড় জমান বহু মানুষ। প্রতি বছর শিবরাত্রিতে মন্দির চত্বর সাজানো হয়।