চুলকে সুন্দর মখমলে ও রেশমের মতো করতে
কে না চান। কারণ শুধুমাত্র ত্বকের যত্ন নিলেই হয়না। ত্বকের সঙ্গে চুলের যত্ন
নেওয়াটাও খুবই দরকার। কথাই আছে, নারীর সৌন্দর্য্য তাঁর চুলেই ফুটে ওঠে। তবে তার
জন্য কত কিছুই করে থাকেন তার জন্য। যদিও অনেক সময়ে বহু প্রডাক্ট ব্যবহার করেও
চুল একেবারেই সুন্দ হয়ে ওঠেনা। কারণ আমরা শুধুমাত্র চুলের যত্নে শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করে থাকি। তবে তার পাশাপাশি কেশকে আরও ঝলমলে করতে সিরামও ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ। চুলে যাতে জট না পরে, আর্দ্রতা বজায় থাকে
এবং উজ্জ্বল ও মসৃণ হয়— এই লক্ষ্যে মূলত সিরাম ব্যবহার করা হয়। অনেক সময় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি
রশ্মি থেকে চুল বাঁচায় সিরাম।
তবে সিরাম ঠিক যতটা গুরুত্বপূর্ণ সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে কিন্তু
হিতে বিপরীত হতে পারে। তবে একসঙ্গে বেশি সিরাম
ব্যবহার করা একেবারেই ঠিক নয়। এতে সাময়িক ভাবে চুলগুলি মসৃণ হলেও এর প্রভাবে চুলের
ক্ষতি হতে পারে। চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। কোঁকড়া চুলের ক্ষেত্রে একটু বেশি
পরিমাণে সিরাম লাগে। তবে সোজা এবং প্রাকৃতিক ভাবে নরম ও মসৃণ হলে এক-দু’ফোঁটা সিরামই যথেষ্ট।
আরও পড়ুন:Vastu Tips: কখনও শূণ্য থাকবে না আপনার টাকার ব্যাগ, তাতে রাখুন রান্নাঘরের এই মশলাগুলি
আরও পড়ুন:পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ইস্যুতে এবার মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন
কী ভাবে চুলে লাগাবেন সিরাম?
সিরাম এমনিতে বেশ গাঢ় হয়। তাই হাতে নিয়ে দু’হাতের তালুতে ঘষে
ছড়িয়ে নিন প্রথমে। তার পর চুলের আগা থেকে মাখতে শুরু করুন। তবে ভুলেও মাথার তালুতে
ভুলেও লাগাবেন না সিরাম।