করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন লতা মঙ্গেশকর। পাশাপাশি
নিউমোনিয়াও থাবা বসিয়েছে তাঁর শরীরে। তাঁকে ইতিমধ্যেই ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের
করে আনা হয়েছে। তবে এবার সুরসম্রাজ্ঞী অনুরাগীদের জন্য খুশির খবর। কোভিডমুক্ত লতা মঙ্গেশকর। শুধু তা-ই
নয়,
নিউমোনিয়াকেও হারিয়ে দিলেন ৯২ বছরের গায়িকা। রবিবার বিকেলে
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সে খবর জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ
টোপে।
আরও পড়ুন: Kajol: করোনা আক্রান্ত কাজল
আরও পড়ুন: মহা ধুমধামেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ফারহান-শিবানী
গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের
কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় লতাকে। কয়েকদিন আগেই
হাসপাতালের তরফে জানানো হয়, লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির
সামান্য উন্নতি হয়েছে। স্বাভাবিক খাবার খেতে পারছেন। চিকিৎসাতেও ভালই সাড়া
দিচ্ছেন। গায়িকার পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁকে এখন আর
ভেন্টিলেশনে রাখা হচ্ছে না। কিছুদিন আগেই লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে বলতে গিয়ে
আশা ভোঁসলে বলেন, ''হাসপাতালে আমাদের কাউকে ঢোকার অনুমতি
দেওয়া হয়নি। আমি একবার গিয়েছিলাম দিদিকে দেখতে। কিন্তু, আমাকে
কম্পাউন্ডের ভেতরেই ঢুকতে দেওয়া হয়নি। কোভিড অতিমারির কারণে কড়া বিধিনিষেধ জারি
করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।''