ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই মূলত প্রস্রাবের সংক্রমণ। পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। সংক্রমণে কিডনি, মূত্রনালী এবং মূত্রাশয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাব করার সময় ব্যথা, জ্বালা, স্বাভাবিকের চেয়ে ঘন প্রস্রাব, প্রস্রাবে দুর্গন্ধ এবং গুরুতর ক্ষেত্রে প্রস্রাবের সময় রক্তপাত। এই সংক্রমণ অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক। তাই এটা কীভাবে হয় সেই নিয়ে সচেতনতা প্রয়োজন।
অতিরিক্ত চিনি খাওয়া: অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং পানীয় পছন্দ করলে ইউটিআই সংক্রমণের ঝুঁকি থাকে। আসলে যে ব্যাকটেরিয়াগুলোর কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তারা চিনি খেতে পছন্দ করে। ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা বেশি থাকলেও ইউটিআই সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
পিছন থেকে সামনে: পুরুষদের তুলনায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মহিলাদের বেশি হয়। প্রস্রাব করার পর মহিলারা টয়লেট পেপার দিয়ে পিছন থেকে সামনে মোছেন। বিশেষজ্ঞরা বলেন, এতে মলদ্বার থেকে ব্যাকটেরিয়া মূত্রনালীতে ছড়িয়ে পড়ে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তাই ওয়াশরুম ব্যবহারের সময় সামনে থেকে পিছনে মোছার কথা মনে রাখা গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত যৌনতা: যৌনতা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অতিরিক্ত যৌনতার কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি বাড়ে। এই অবস্থাকে ‘হানিমুন সিস্টাইটিস’ বলা হয়। সহবাসের সময়, ব্যাকটেরিয়া যোনি এবং পেরিনিয়াম থেকে মূত্রনালীতে যাওয়ার কারণে এটা ঘটে। পেরিনিয়াম হল যোনি এবং মলদ্বারের মধ্যবর্তী স্থান।
UKivxO
Aug 30, 2023 03:03 [IST]CocbSOyHC
Jul 26, 2023 09:57 [IST]cevJVmr
Jul 25, 2023 06:42 [IST]oKfbmsrYC
Jul 12, 2023 06:12 [IST]Alcorse
Jun 19, 2023 18:59 [IST]Alcorse
Jun 18, 2023 11:55 [IST]Bloohopsy
Jun 11, 2023 00:23 [IST]Bloohopsy
May 30, 2023 16:54 [IST]Preelia
May 14, 2023 01:04 [IST]evituisse
Apr 27, 2023 23:55 [IST]glIlmer
Mar 20, 2023 07:35 [IST]