টেলিভিশনের জনপ্রিয় শিল্পী জোজো। বহু ছবি ও অ্যালবামে গান গেয়েছে তিনি।
তবে এখানেই শেষ নয়। এই সমস্ত কিছুর পাশাপাশি বহু অনুষ্ঠানেই গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ
করেছেন জোজো। তাঁকে নিয়ে আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই সকলের কাছে। অন্যদিকে,
অনেক শোতে তাঁকে বিচারকের আসনেও দেখা গিয়েছে। সম্প্রতি, জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’র
মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তার জেরেই কুরুচিকর মন্তব্য করা হয়। অন্যায় সহ্য করার পাত্রী
নন জোজো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কড়া জবাব দিয়েছেন তিনি।
প্রতিবারের মতো এবারও জুন মাস থেকেই শুরু হয়েছে রিয়ালিটি শো ‘সারেগামাপা’।
জনপ্রিয় এই গানের শো দেখতে খুবই পছন্দ করেন বাংলা টেলিভিশনের দর্শকরা। এবার শোয়ের মহাগুরু
হিসেবে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বিচারক হিসেবে দেখা যাচ্ছে শান্তনু মৈত্র, রিচা
শর্মা, শ্রীকান্ত আচার্যদের। এছাড়াও ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ, মনোময়
ভট্টাচার্যদের পাশাপাশি বিশেষ প্যানেলে থাকছেন জোজো।
আরও পড়ুন: Mithun Chakraborty: ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর
আরও পড়ুন: Subhomoy Chatterjee: ফের দুঃসংবাদ টলিউডে, প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়
শোয়ের নানা ছবি ফেসবুকে পোস্ট করেছেন জোজো। আবার প্রতিযোগীদের সঙ্গে তাঁর
গান গাওয়ার ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। তা নিয়েই কুরুচিকর মন্তব্য করা হয়েছে। শনিবার
সঙ্গীতশিল্পী লেখেন, “সারেগামাপা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন
তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার
সাহস পাই…খুব ভাল থাকবেন আপনারা।
ভগবান আপনাদের মঙ্গল করুন।”
Acrsweict
Jun 19, 2022 14:49 [IST]NthvFRodo
Jun 19, 2022 14:43 [IST]