অনেকেরই বাড়ির চারিপাশে বন-জঙ্গল পরিবেষ্টিত থাকে। তাতেই বাড়িতে সাপের উপদ্রব
দেখা যায়। তাছাড়াও যাঁদের গ্রামের দিকে বাড়ি তাঁদেরও এই সমস্যা মুখে পড়তে হয়। এই সাপের
উপদ্রবে বহুলোক প্রাণও হারায়। এদিকে বাড়িতে সাপ ঢুকলে দুর্ঘটনার আশঙ্কাও অনেক বেড়ে
যায়। তবে সাপের উৎপাত থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আছে। তার মধ্যে একটি হল বাড়িতে
এমন কিছু গাছ লাগানো যা থাকলে সাপ আর বাড়ির চৌহদ্দিতেও ঢুকবে না।
রসুন গাছ- বাড়িতে রসুন গাছ
থাকলে সাপ কাছে আসে না। কেউ কেউ আবার বলেন, বাড়িতে রসুন আর নুনের পেস্ট তৈরি করে রাখলেও
সাপ আসে না।
সোসাইটি গার্লিক- এটি মূলত ঘাসের
মতো দেখতে। এক ফুটের মতো লম্বা হয় এই গাছ। সোসাইটি গার্লিক বাড়িতে থাকলে নাকি সাপ
কাছে ঘেঁষে না।
আরও পড়ুন: মা হওয়ার পর পর্যাপ্ত ঘুম হচ্ছে না? এই নিয়মগুলি মেনে চলুন
আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে কী কী খাবার পাতে রাখবেন?
সর্পগন্ধা- অনেকেই বলেন, কিছু
গাছ রয়েছে যেগুলো বাড়িতে থাকলে সাপ কাছে ঘেঁষে না। তারই মধ্যে একটি হল সর্পগন্ধা।
তবে এই গাছ থাকলে যে বাড়িতে সাপ প্রবেশ করে না, তার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
লেমন গ্রাস- ঔষধি গাছ। তবে এই
গাছ বাড়িতে থাকলে নাকি সাপ আসে না!
মগবোর্ট- এই গাছ বারো মাস
দেখা যায়। অনেকে বলেন, সাপ নাকি এই গাছ পছন্দ করে না। তাই এই গাছ থাকলে সাপ কাছেপিঠে
আসে না।