প্রত্যেক বাড়ির মহিলাদের কাছে পছন্দের জায়গা হল রান্নাঘর। কারণ বেশিরভাগ
মহিলাদের কাছে বহুক্ষণ সময়টা কাটে রান্নাঘরে। সেই কারণে রান্নাঘরকে সুন্দর করে তোলেন
সকল মহিলারা। তাই রান্নাঘরে সকলেরই বেসিন বা সিঙ্ক থাকেই। কিন্তু জল যাওয়ার ছিদ্রটি
অনেক সময় আবর্জনায় বন্ধ হয়ে যায়। ব্যস সমস্যায় পড়তে হয় সকলকে। কারণ জল যাওয়ার নালি
বন্ধ হয়ে যাওয়া মানেই বেসিনের মধ্যে জমে থাকে নোংরা জল। কী ভাবে মুক্তি মিলবে এই
সমস্যা থেকে?
খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার জন্য নালির মুখ বন্ধ
হয়ে এলে ময়লা ও জল দূর করতে কেউ ঢালেন সাবান, কেউ দেন অ্যাসিড। কেউ আবার শক্ত কাঠি
দিয়ে খোঁচাখুঁচিও করেন। তবে ছোট্ট একটি টোটকাতেই সেই সমস্যা থেকে রেহাই মিলতে পারে।
কী সেই টোটকা?
আরও পড়ুন: আপনার কি সঠিক ঘুম হয় না, তাহলে আপনার শরীরে বাড়তে শুরু করেছে এই অ্যাসিডের পরিমাণ
আরও পড়ুন: ওষুধ নয়, ইউরিক অ্যাসিড জব্দ হবে এই উপাদানেই
আপনি তার জন্য। নালির মধ্যে একটু হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিলেই নাকি খুলে
যাবে নালির মুখ। নালির মুখ বন্ধ হয়ে থাকার মূল কারণ শরীরের লোম ও চুল সাবান শ্যাম্পু
ও অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে মিশে দলা পাকিয়ে যায়। যা বন্ধ করে দিতে পারে নালির
মুখ। হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিল এই চুল আলগা হয়ে আসে ও খুলে যায় নালি।