পুজোর সময়ে সকলেই চান নিজের চুল একেবারে
ঝলমলে হয়ে উঠুক। কারও চুল অতিরিক্ত তৈলাক্ত। আবার কারও কারও ক্ষেত্রে সমস্যাটা অন্যরকম।
সহজেই রুক্ষ হয়ে যায় চুল। এছাড়াও অনেকের যেন সহজে চুল বাড়তে চায় না। ঘরোয়া কিছু উপায়
কাজে লাগিয়েও আপনি চুলের যত্ন নিতে পারেন। সবার রান্নাঘরেই কম বেশি থাকে। তবে আপনি
কি জানেন, লাউ শুধুই আমাদের স্বাস্থ্যের জন্য ভাল তা কিন্তু নয়। বরং চুলের যত্নে লাউ
বেশ কার্যকরী।
লাউ কি চুলের বৃদ্ধিতে সাহায্য করে
আপনি যদি চান তাহলে এই তেল ব্যবহার
করতেই পারেন। চুলের বৃদ্ধিতে কিন্তু লাউয়ের তেল বেশ কার্যকরী। আর এতটা জনপ্রিয়ও হয়েছে।
বাজারে নানা ব্র্যান্ডের লাউয়ের তেল পাওয়া যায়, যা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
আরও পড়ুন: মাঝে মধ্যেই পেট জ্বালা করে, এই সমস্ত রোগের লক্ষণ নয় তো
আরও পড়ুন: আর্থিক অবস্থা মজবুত করতে চান? প্রতি বৃহস্পতিবার এই কাজগুলি অবশ্যই করুন
কী কী উপকার করে লাউয়ের রস
চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে
সহজেই ব্যবহার করতে পারেন এই লাউয়ের রস। লাউয়ের খোসা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে।
আপনার প্রয়োজন এক কাপ লাউয়ের খোসা। সেটির সাহায্যেই বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক।
যা আপনার চুলের প্রাকৃতিক কন্ডিশনিং করবে। অর্থাৎ, আপনার চুলের আর্দ্রতা ধরে রাখবে।
চুল রাখবে নরম। আপনার চুলের জেল্লা হবে দেখার মতো।
লাউয়ের খোসা কীভাবে ব্যবহার করবেন
১ কাপ লাউয়ের খোসা নিন
১ বাটি টক দই নিন
১ টেবিল চামচ গোলাপ জল
১ টি ভিটামিন ই ক্যাপসুল।